প্রতীকী ছবি
নিয়ম মেনে প্রতি বছরের মতো এ বারেও কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত হবে ধনতেরস। চলতি বছরের ২৩ অক্টোবর, প্রায় দুই দশক পরে ধনতেরসের দিনটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। মূলত উত্তর ভারতীয় হিন্দুদের মধ্যে প্রচলিত এই তিথিটি গত কয়েক দশকে বাঙালি রীতিতেও পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। ধনতেরসের দিন পূজিত হন ধনদেবতা কুবের ও ধন্বন্তরী। এই দিনটি তাই পরিচিত ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও। ধনতেরস উপলক্ষে কালীপুজো বা দীপাবলির আগে হিন্দুরা সোনা-রুপো থেকে শুরু করে বাসনপত্র, আসবাব সবই কেনাকাটা করে থাকেন। প্রচলিত মতে, এটি অত্যন্ত শুভ তিথি। এই দিনে কেনাকাটা করলে গৃহকোণে সুখ, উন্নতি ও সমৃদ্ধি আসন্ন।
নানা গণনায় জানা গিয়েছে, প্রায় ২৭ বছর পরে চলতি বছরের ধনতেরসের দিনে ঘটতে চলেছে বিশেষ এক সংযোগ। বৈদিক পঞ্জিকা মতে, ২২ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিট থেকে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হতে চলেছে, যা সমাপ্ত হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪ মিনিটে। জ্যোতিষ পঞ্জিকা মতে, ২৭ বছর পরে এ বারের তিথিতে দু’দিন ধনতেরসের কেনাকাটা করার সুযোগ আসছে। ২২ অক্টোবর সন্ধ্যা থেকে ২৩ অক্টোবর সারা দিন কেনাকাটা করার শুভ সময় হাতে পাচ্ছেন ক্রেতারা।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।