গ্রিন টি: বাড়িতে গ্রিন টি থাকলে বেরোনোর আগে এক কাপ খেয়ে নিন চটপট। এটি মুখ থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে সাহায্য করে।
চুইং গাম: চুইং গামে মিন্ট থাকে, যা সহজেই আপনার মুখ থেকে পেঁয়াজের দুর্গন্ধ দূর করতে পারে।
দাঁত ব্রাশ: পেঁয়াজ খাওয়ার পরেই যদি ভাল করে দাঁত ব্রাশ করে নেন, মুখ থেকে পেঁয়াজের গন্ধ সহজেই দূর হবে। কাঁচা পেঁয়াজ সহযোগে খাবার খেয়ে তাই অবশ্যই ভাল করে ব্রাশ করে নিন।
ফল: কমলা লেবু বা আপেল জাতীয় ফল খেলেও মুখ থেকে পেঁয়াজের গন্ধ দূর করা সম্ভব।
এসেনশিয়াল অয়েল: এই তেল মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পুদিনা বা রোজমেরির তেল এক চামচ মুখে দিন। তাতেই কাজ হবে।
বেকিং সোডা: সামান্য পরিমাণে বেকিং সোডা এক কাপ জলে গুলে বাড়ি থেকে বেরোনোর আগে কুলকুচি করে নিন। ব্যস!
মাউথ ওয়াশ: মুখ থেকে পেয়াঁজের গন্ধ দূর করতে মাউথ ওয়াশের জুড়ি নেই! বেশ কয়েক বার কুলকুচি করে নিন মাউথওয়াশ দিয়ে।
টাং ক্লিনার: টাং ক্লিনার অর্থাৎ জিভ ছোলা দিয়ে ভাল করে জিভের প্রত্যেকটি কোনা ভালো করে পরিষ্কার করে নিন। এতে জিভের সমস্ত জীবাণু পরিষ্কার তো হবেই, সঙ্গে পেঁয়াজের দুর্গন্ধও পালাবে।
লেবু জল: লেবুর রস ভাল করে জলে মিশিয়ে কিছু ক্ষণ ভাল করে কুলকুচি করুন। দেখবেন, মুখের দুর্গন্ধ সহজেই দূর হয়ে যাবে।