Home Remedies for Bad Breath

ঠাকুর দেখতে বেরোবেন, কিন্তু কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলেছেন? মুখের দুর্গন্ধ দূর করুন এই ঘরোয়া টিপসে

ভাত হোক বা মুড়ি, সবের সঙ্গেই কাঁচা পেঁয়াজ না হলে একদম চলে না অনেকেরই। কিন্তু খেতে ভাল লাগলেও খাওয়ার পরে মুখে থেকে যাওয়া পেঁয়াজের গন্ধ খুবই বিরক্তকর একটা ব্যাপার। বিশেষত কোথাও বেরোতে হলে আরওই। ঠাকুর দেখতে যাওয়া বা মণ্ডপের আড্ডায় বসার আগে ভুল করে কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলেছেন? মুখের গন্ধে লজ্জায় পড়ার দরকার নেই! কিছু ঘরোয়া টোটকাতেই হতে পারে মুশকিল আসান! ভরসা রাখুন এই কয়েকটি সাধারণ জিনিসে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ১২:৪৪
Share:
০১ ০৯

গ্রিন টি: বাড়িতে গ্রিন টি থাকলে বেরোনোর আগে এক কাপ খেয়ে নিন চটপট। এটি মুখ থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে সাহায্য করে।

০২ ০৯

চুইং গাম: চুইং গামে মিন্ট থাকে, যা সহজেই আপনার মুখ থেকে পেঁয়াজের দুর্গন্ধ দূর করতে পারে।

Advertisement
০৩ ০৯

দাঁত ব্রাশ: পেঁয়াজ খাওয়ার পরেই যদি ভাল করে দাঁত ব্রাশ করে নেন, মুখ থেকে পেঁয়াজের গন্ধ সহজেই দূর হবে। কাঁচা পেঁয়াজ সহযোগে খাবার খেয়ে তাই অবশ্যই ভাল করে ব্রাশ করে নিন।

০৪ ০৯

ফল: কমলা লেবু বা আপেল জাতীয় ফল খেলেও মুখ থেকে পেঁয়াজের গন্ধ দূর করা সম্ভব।

০৫ ০৯

এসেনশিয়াল অয়েল: এই তেল মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পুদিনা বা রোজমেরির তেল এক চামচ মুখে দিন। তাতেই কাজ হবে।

০৬ ০৯

বেকিং সোডা: সামান্য পরিমাণে বেকিং সোডা এক কাপ জলে গুলে বাড়ি থেকে বেরোনোর আগে কুলকুচি করে নিন। ব্যস!

০৭ ০৯

মাউথ ওয়াশ: মুখ থেকে পেয়াঁজের গন্ধ দূর করতে মাউথ ওয়াশের জুড়ি নেই! বেশ কয়েক বার কুলকুচি করে নিন মাউথওয়াশ দিয়ে।

০৮ ০৯

টাং ক্লিনার: টাং ক্লিনার অর্থাৎ জিভ ছোলা দিয়ে ভাল করে জিভের প্রত্যেকটি কোনা ভালো করে পরিষ্কার করে নিন। এতে জিভের সমস্ত জীবাণু পরিষ্কার তো হবেই, সঙ্গে পেঁয়াজের দুর্গন্ধও পালাবে।

০৯ ০৯

লেবু জল: লেবুর রস ভাল করে জলে মিশিয়ে কিছু ক্ষণ ভাল করে কুলকুচি করুন। দেখবেন, মুখের দুর্গন্ধ সহজেই দূর হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement