Lip Care Before Puja

আপনার ঠোঁটও হতে পারে প্রিয়ঙ্কার মতো!

পুজোর আগে বলি তারকাদের মতো সুন্দর আকর্ষণীয় গোলাপি ঠোঁট পেতে কী করবেন জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১৭:৩৩
Share:
০১ ১২

পুজো এসে গেল। ত্বক বা চুলের যত্ন তো নিচ্ছেন। কিন্তু তাই বলে ঠোঁটের কথা ভুলে যাবেন না কিন্তু। পুজোর আগে বলি তারকাদের মতো সুন্দর আকর্ষণীয় গোলাপি ঠোঁট পেতে কী করবেন জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisement
০২ ১২

পূজোর আগের থেকেই নিন ঠোঁটের যত্ন। বাড়িতে তৈরি এই মিশ্রণগুলি লাগালেই কিন্তু পেয়ে যেতে পারেন মনের মতো বলি তারকার মতো ঠোঁট।

০৩ ১২

হাতের আঙুলে বেশ খানিকটা নারকেল তেল লাগিয়ে নিন। এ বার সেই তেল আলতো করে আপনার ঠোঁটে লাগিয়ে নিন।

০৪ ১২

৩০ মিনিট সময় দিন তেলটি শুকনোর জন্য। এবার একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিন। একটি পাত্রে এক টেবিল চামচ লেবুর রস এবং এক ফোঁটা মধু মিশিয়ে নিন। সেই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনার ঠোঁটে। ১৫ মিনিট পর মিশ্রণটি জল দিয়ে ধুয়ে ফেলুন।

০৫ ১২

অ্যাল ভেরা যেমন ত্বকের জন্য ভাল, তেমনই আপানার ঠোঁটের জন্যও। অ্যালো ভেরা পাতা থেকে জেল বার করে সেটি আপানার ঠোঁটে মেখে নিন। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ এই পদ্ধতি মেনে দেখুন, উপকার পাবেন।

০৬ ১২

একটি পাত্রে ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ ফোঁটা মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এ বার সেই মিশ্রণটি তুলোর সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিন। পাঁচ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

০৭ ১২

চারটি শশার টুকরো নিয়ে ভাল করে পিষে নিন। এর পর তার থেকে শশার জল বার করে নিয়ে সেই জল ঠোঁটে মাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন, এই মিশ্রণ আপনার ঠোঁটকে রাখবে কোমল।

০৮ ১২

একটি পাত্রে ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি আপানার ঠোঁটে লাগিয়ে নিন। ১০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ভাল করে ঠোঁটটি ধুয়ে নিন। এই পদ্ধতি এক দিন অন্তর করতে পারেন টানা দু’সপ্তাহ। পুজোর আগেই পেয়ে যাবেন দীপিকার মতো ঠোঁট।

০৯ ১২

একটি পাত্রে চারটি স্ট্রবেরি এবং দুই টেবিল চামচ বেকিং সোডা নিয়ে ভাল করে মিশিয়ে নিন। রাতে শুতে যাবার আগে এই মিশ্রণ আলতো হাতে মাখিয়ে নিন আপনার ঠোঁট জোড়ায়। সারা রাত ছেড়ে দিন। সকাল উঠে ভাল ভাবে ধুয়ে নিন আপনার ঠোঁট জোড়া। আপনিও কিন্তু পেয়ে যেতে গোলাপি নরম ঠোঁট।

১০ ১২

আপনার ঠোঁট কি খুব তাড়াতাড়ি ফেটে যায়? তা হলে এই উপায়ে পেতে পারেন মুক্তি। একটি পাত্রে এক টেবিল চামচ ডালিম ফলের পাউডার এবং এক টেবিল চামচ জল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি লাগিয়ে নিন আপানার ঠোঁটে। ১৫ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এক মাস এই পদ্ধতি মানলেই চোখে পড়বে তফাত। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement