হৃদয়ের যত্ন নিন। সুস্থ থাকুন অন্তর থেকে। সর্বোপরি সচেতন থাকুন। সেই সচেতনতা বাড়াতেই ২৯ সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট দিবস উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল নারায়ণা হসপিটাল।
কলকাতার বিভিন্ন হাউজ়িং সোস্যাইটিতে আয়োজন করা হয়েছিল বেশ কিছু কর্মসূচির।
এই বছরের হার্ট দিবসের থিম ছিল ‘ইউজ় হার্ট ফর অ্যাকশন’। যার অর্থ ‘হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে’।
ছিল চিকিৎসকের থেকে পরামর্শের ব্যবস্থাও।
রবিবার সকালে, কলকাতার ৬টি আবাসনে এই উদ্য়োগ নেওয়া হয়। সকাল থেকেই এই কর্মসূচীতে আবাসিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বর্তমান সময়ে দাঁড়িয়ে, বদলে যাওয়া জীবনযাপন এবং পারিপার্শ্বিক পরিস্থিতির জেরে হৃদরোগের সমস্যা বাড়ছে। সেই কারণেই নারায়ণা হসপিটালের এই উদ্যোগ।
‘বিশ্ব হার্ট দিবসে’ নারায়ণার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত আবাসিকরা।
পাশাপাশি, আগামী দিনে আরও যাতে এরকম অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয় নারায়ণা হসপিটাল, সেই আবেদনও জানিয়েছেন আবাসিকরা।