উৎসবের মরসুমে সঙ্গী করুন ঘৃতকুমারীকে। চিনতে পারছেন না? ভিটামিন, উৎসেচক, খনিজ, সুগার, অ্যামাইনো অ্যাসিড, স্যাপোনিন, ফ্যাটি অ্যাসিড, হরমোন...সব মিলে ঘৃতকুমারী বা অ্যালো ভেরার অসংখ্য গুণ। এ বার পুজোয় সঙ্গে থাকুক এই বিশেষ ভেষজ উপাদান।
ত্বকের পরিচর্যা কিংবা ঘরোয়া টোটকায় স্বাস্থ্যরক্ষা...অ্যালো ভেরা অত্যন্ত উপকারী। এটি আসলে এক ধরনের সাকিউলেন্ট। এর প্রতিটি পাতা মোটা, নরম কাঁটাযুক্ত। ভিতরে রয়েছে সাদা রঙের নরম তুলতুলে শাঁস। এই গাছ জন্মায় যত্রতত্র। বিশেষ যত্নেরও প্রয়োজন নেই।
ব্যবহারবিধি
রূপচর্চার জন্য অ্যালো ভেরা ব্যবহার করা যায় সরাসরি। সে ক্ষেত্রে এমন গাছ নিতে হবে, যার পাতা মোটা, সুস্থ এবং শাঁসালো। একটি পাতা কেটে লম্বালম্বি চিরে নিতে হবে। ভিতরে পাওয়া যাবে নরম, ঠান্ডা শাঁস। সেই শাঁস ছুরি বা চামচ দিয়ে চেঁছে নিয়ে ব্যবহার করতে পারেন স্বচ্ছন্দে। তবে পাতাটি ধুয়ে নিতে হবে আলতো করে। ছুরি বা চামচও যেন সাবান জলে ধোওয়া হয় তা খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন: শরীর-মনের পলিশে নিউ নরম্যালের নতুন পুজো
ত্বকের পরিচর্যায় অ্যালো ভেরা অত্যন্ত উপকারী।
আরও পড়ুন: উৎসবের মরসুমে তরতাজা থাকতে রাখুন এই সব এসেনশিয়াল অয়েল
চুল হবে ঝলমলে
অ্যালো ভেরায় থাকে প্রোটিয়োলাইটিক উৎসেচক, যা স্ক্যাল্পের মৃতকোষ সারাতে সাহায্য করে। আবার চুলের কন্ডিশনার হিসেবেও দারুণ কাজ করে। চুলের বৃদ্ধিতে, স্ক্যাল্পের চুলকানি কমাতে সাহায্য করে এটি। খুশকি কমাতেও সাহায্য করে অ্যালো ভেরা। এর জন্য সম পরিমাণে অ্যালো ভেরা জেল ও একস্ট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিশিয়ে সারা রাত চুল ও স্ক্যাল্পে লাগিয়ে রাখতে হবে। পরদিন সকালে চুল শ্যাম্পু করে নিলেই হবে। সপ্তাহে দু’দিন করতে হবে এটি।
ত্বকের যত্ন