ঠেকুয়া খেতে কে না পছন্দ করেন! এমনিতে ছটপুজো নিয়ে বাঙালিদের কমবেশি জ্ঞান রয়েছে। তবে এই পুজোর সঙ্গে জড়িয়ে বিহার। বলিউডের ঝুলিতে এমন অনেক জনপ্রিয় ছবি রয়েছে, যার প্রেক্ষাপট বিহার। ছবির সিংহভাগ শুটিংও সারা হয়েছে সেখানে। এক ঝলকে দেখে নিন তার তালিকা। তারপর ছটপুজো জমে যাক ছবি আর ঠেকুয়ার যুগলবন্দিতে।
শেহের- ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ক্রাইম ড্রামা মূলত আবর্তিত হয়েছে উত্তর প্রদেশের নামী গ্যাংস্টার প্রকাশ শুক্লার এনকাউন্টারকে ঘিরেই। আরশাদ ওয়ারশি, পঙ্কজ কপূর, মহিমা চৌধুরী-সহ অন্যান্য তারকাদের অভিনয় বেশ লাগবে।
জয় গঙ্গাজল- ২০০৩ সালের ছবি ‘গঙ্গাজল’-এরই দ্বিতীয় ভাগ হল ‘জয় গঙ্গাজল’। যেটি বিশ্বব্যাপী মুক্তি পায় ২০১৬ সালে। ওই বছর ছবিটি করমুক্ত করে দিয়েছিল মধ্যপ্রদেশ সরকার।
ওমকারা- ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওমকারা’ ছবির কথা কে না জানেন! এক সময়ে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিল এই ছবি। যার গল্প আবর্তিত হয়েছে বিহারের গ্যাংস্টারদেরকে নিয়ে।
গ্যাংস ওফ ওয়াসেপুর- রামধীর সিংহয়ের থেকে কি বদলা নিতে পারবে সর্দার খান? অনুরাগ কশ্যপ পরিচালিত আদ্যোপান্ত ‘ক্রাইম ড্রামা’ এই ছবিটি আপনার ভাল লাগতে বাধ্য।
অপহরণ- কী ভাবে এক জন সাধারণ মানুষ পরিণত হলেন গ্যাংস্টারে! প্রকাশ ঝা পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০০৫ সালে।
হাসিল- বিশ্ববিদ্যালয়য়ের এক ছাত্রনেতাকে ঘিরে আবর্তিত ছবি। অপরাধ, রাজনীতির মধ্যে জড়িয়েও কি নিজের লক্ষ্য হাসিল করতে পারবে সে? ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিই উত্তর দেবে।
শূল- রাজ্যে দিনের পর দিন ঘটতে থাকা অপরাধ, অনৈতিকতাকে ঘিরেই এই ছবি।
অন্তর্দ্বন্দ- এক জন পুরুষকে অপহরণ এবং জোরজবরদস্তি তাঁকে বিয়ে দিয়ে দেওয়ার ঘটনা দেখা যাবে এই ছবিতে। কিন্তু তার পর? ছবিটি ঝটপট দেখে ফেললেই হল। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।