Durga Puja Horoscope

দেবীপক্ষে কেমন কাটবে পুজোর দিনগুলি? আপনার রাশি কী বলছে, জেনে নিন

পুজোর দিন কার কেমন যাবে? কী বলছে আপনার রাশি? জানালেন শ্রী মণি ভাস্কর

Advertisement

শ্রী মণি ভাস্কর

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১২:০৪
Share:

শারদীয়া দুর্গোৎসবের মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত কোন রাশির জাতকদের সময় কেমন কাটবে, তা আগেভাগে জানতে সকলেই আগ্রহী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই পাঁচদিন কোন রাশির জাতক/জাতিকাদের কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, জানাচ্ছেন শ্রী মণি ভাস্কর

Advertisement

মহাষষ্ঠী -

কর্কট রাশি - মানসিক অশান্তি

Advertisement

কন্যা রাশি - অর্থক্ষয়

বৃশ্চিক রাশি - অশান্তি-ঝঞ্ঝাট

মকর রাশি - কার্যহানি, সম্মাননষ্ট, উদ্বেগ,

মীন রাশি - শারীরিক পীড়া ও কার্যহানির সম্ভাবনা।

মহাসপ্তমী -

কন্যা রাশি - কার্যহানি, উদ্বেগ, বিবাদে জড়িয়ে পড়া এবং অর্থনাশ

মকর রাশি - কার্যহানি, উদ্বেগ, বিবাদে জড়িয়ে পড়া এবং পীড়া

মীন রাশি - অনর্থ, শত্রুতা, পীড়া এবং চিত্তক্লেশের সম্ভাবনা।

মহাষ্টমী -

বৃষ রাশি - সঙ্কট এবং ভয়

মিথুন রাশি - শরীরের দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে, প্রিয়জনের জন্য কষ্ট

বৃশ্চিক রাশি - বিত্তনাশ, ক্লান্তি

কুম্ভ রাশি - শান্তিভঙ্গ, ভুল সিদ্ধান্ত, শত্রু সংখ্যা বৃদ্ধি

মীন রাশি - ভুল বোঝাবুঝি থেকে সাবধান, শরীরের দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।

মহানবমী -

মিথুন রাশি - শারীরিক পীড়া, শত্রুভয়

সিংহ রাশি - কার্যহানি, সম্মানহানি

কুম্ভ রাশি - অনর্থ, সঙ্কট, ভুল বোঝাবুঝি, অর্থদণ্ড

তুলা রাশি - মানসিক কষ্ট, উদ্বেগ

বিজয়া দশমী -

কর্কট রাশি - মানসিক উদ্বেগ, শারীরিক পীড়া

কন্যা রাশি - অর্থক্ষয়, ভুল বোঝাবুঝি

বৃশ্চিক রাশি - পীড়া, অর্থদণ্ড, উদ্বেগ এবং সঙ্কট

মীন রাশি - দ্রব্যনাশ, ক্লান্তি, সম্মানহানি, শারীরিক পীড়া, চিত্তক্লেশের সম্ভাবনা।

প্রত্যেকেই সতর্ক থাকুন, সচেতন থাকুন। নিরাপদে-আনন্দে পুজোর দিনগুলি নিজেরাও উপভোগ করুন এবং অন্যদেরও উপভোগ করতে সাহায্য করুন। তবে বৃশ্চিক, তুলা এবং মীন রাশির জাতক/জাতিকারা পুজোর দিনগুলিতে নিজেদের শরীরের দিকে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে চলবেন। প্রত্যেকের পুজো আনন্দময় হয়ে উঠুক।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement