শারদীয়া দুর্গোৎসবের মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত কোন রাশির জাতকদের সময় কেমন কাটবে, তা আগেভাগে জানতে সকলেই আগ্রহী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই পাঁচদিন কোন রাশির জাতক/জাতিকাদের কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, জানাচ্ছেন শ্রী মণি ভাস্কর
মহাষষ্ঠী -
কর্কট রাশি - মানসিক অশান্তি
কন্যা রাশি - অর্থক্ষয়
বৃশ্চিক রাশি - অশান্তি-ঝঞ্ঝাট
মকর রাশি - কার্যহানি, সম্মাননষ্ট, উদ্বেগ,
মীন রাশি - শারীরিক পীড়া ও কার্যহানির সম্ভাবনা।
মহাসপ্তমী -
কন্যা রাশি - কার্যহানি, উদ্বেগ, বিবাদে জড়িয়ে পড়া এবং অর্থনাশ
মকর রাশি - কার্যহানি, উদ্বেগ, বিবাদে জড়িয়ে পড়া এবং পীড়া
মীন রাশি - অনর্থ, শত্রুতা, পীড়া এবং চিত্তক্লেশের সম্ভাবনা।
মহাষ্টমী -
বৃষ রাশি - সঙ্কট এবং ভয়
মিথুন রাশি - শরীরের দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে, প্রিয়জনের জন্য কষ্ট
বৃশ্চিক রাশি - বিত্তনাশ, ক্লান্তি
কুম্ভ রাশি - শান্তিভঙ্গ, ভুল সিদ্ধান্ত, শত্রু সংখ্যা বৃদ্ধি
মীন রাশি - ভুল বোঝাবুঝি থেকে সাবধান, শরীরের দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।
মহানবমী -
মিথুন রাশি - শারীরিক পীড়া, শত্রুভয়
সিংহ রাশি - কার্যহানি, সম্মানহানি
কুম্ভ রাশি - অনর্থ, সঙ্কট, ভুল বোঝাবুঝি, অর্থদণ্ড
তুলা রাশি - মানসিক কষ্ট, উদ্বেগ
বিজয়া দশমী -
কর্কট রাশি - মানসিক উদ্বেগ, শারীরিক পীড়া
কন্যা রাশি - অর্থক্ষয়, ভুল বোঝাবুঝি
বৃশ্চিক রাশি - পীড়া, অর্থদণ্ড, উদ্বেগ এবং সঙ্কট
মীন রাশি - দ্রব্যনাশ, ক্লান্তি, সম্মানহানি, শারীরিক পীড়া, চিত্তক্লেশের সম্ভাবনা।
প্রত্যেকেই সতর্ক থাকুন, সচেতন থাকুন। নিরাপদে-আনন্দে পুজোর দিনগুলি নিজেরাও উপভোগ করুন এবং অন্যদেরও উপভোগ করতে সাহায্য করুন। তবে বৃশ্চিক, তুলা এবং মীন রাশির জাতক/জাতিকারা পুজোর দিনগুলিতে নিজেদের শরীরের দিকে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে চলবেন। প্রত্যেকের পুজো আনন্দময় হয়ে উঠুক।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।