দেশের নানা রাজ্যে এই পুজোর নানা নাম। গণেশ চতুর্থী, বিনায়ক, লম্বোদরা, গণপতি, বিঘ্নহর্তা-সহ আরও কত কী! মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, গোয়া, কেরল, তেলঙ্গানা, অন্ধ্র, পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাতে মহা ধুমধামে হয় গণেশ পুজো। কোন ১০টি শহর টেক্কা দেয় গণপতির পুজোর সংখ্যা ও আড়ম্বরে? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
মুম্বই --- এখানকার সিদ্ধি বিনায়ক মন্দির, লালবাগচা রাজা, মুম্বইচো রাজা, খেতওয়াড়ি গণপতি মণ্ডলের গণেশ পুজো দেখতে ঢল নামে। কলকাতার দুর্গাপুজোর ভিড়কে চ্যালেঞ্জ ছুড়বে সেই ভিড়! গোটা মুম্বই জুড়ে হাজারের উপরে বারোয়ারি গণেশ পুজো হয়।
পুণে --- মুম্বইয়ের পরে সবচেয়ে বেশি বারোয়ারি গণেশ পুজো হয় পুণেতে। তুলসীবাগ, কসবা, তাম্বদি-র গণপতি পুজোর আড়ম্বর চোখধাঁধানো।
গণপতিপুলে (মহারাষ্ট্র) --- রত্নগিরি জেলার এই শহরতলিতে চারশো বছরের পুরনো স্বয়ম্ভু গণপতি মন্দিরের পুজো দেখার ভিড় কাছের সাগরতট পর্যন্ত চলে যায়। এ ছাড়াও প্রচুর বারোয়ারি গণেশ পুজো হয়।
গোয়া --- এখানকার মাপুসা-র খন্ডোলা, গণেশপুরীতে প্রচুর গণেশ পুজো হয়। এ ছাড়া পানাজিতেও অজস্র গণেশ পুজো হয়।
কানিপক্কম --- অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার বারোসিদ্ধি বিনায়ক মন্দিরের গণেশ পুজো বিখ্যাত। আশপাশে আরও অনেক বারোয়ারি গণেশ পুজো হয়।
বেঙ্গালুরু --- এখানেও প্রচুর গণেশ পুজো হয়। তার মধ্যেও পঞ্চমুখী হেরম্ব গণপতি মন্দির, অনন্তনগর, শ্রীজম্বু-র গণেশ পুজো খুবই জনপ্রিয়।
তিরুঅনন্তপুরম --- এখানকার ইস্ট ফোর্ট অঞ্চলে পঞ্চভঙ্গরী মহাগণপতি মন্দিরের পুজো গোটা কেরলে খুবই জনপ্রিয়। এ ছাড়াও প্রচুর বারোয়ারি গণেশ পুজোর আয়োজন হয় নানা দিকে।
চেন্নাই --- মূলত বাড়িতে বাড়িতে গণেশ পুজো হয় এখানে। তবে আড়ম্বরে তাদের দুর্ধর্ষ বলা চলে।
মহীশূর --- মহীশূরের মতো গণেশ পুজো খুব কম জায়গায় হয়! এত ধুমধাম চলে যে, মহীশূর প্যালেস অর্থাৎ মাইসোর রাজপ্রাসাদে পর্যন্ত গণেশ চতুর্থী পালন করা হয়।
হায়দরাবাদ --- তেলঙ্গনার রাজধানীতে বারোয়ারি ক্লাব ও বাড়ি মিলিয়ে প্রায় ৭০ হাজার গণেশ পুজো হয়। তার মধ্যে খয়রতাবাদ, গোলিপুরার গণেশ পুজো বহু প্রাচীন।