সারা শহর জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বাদ গেলেন না শ্রেয়া পান্ডেও। মহা সাড়ম্বরে গণেশ বাবাজি পুজিত হলেন শ্রেয়া পান্ডের বাড়িতে। লেহেঙ্গায় সুসজ্জিত হয়ে ধরা দিলেন আনন্দবাজার অনলাইনের ক্যামেরার সামনে। বিগত ১২ বছর ধরে নিয়ম করে গণেশ চতুর্থীর দিন পুজিত হয়ে আসছেন সিদ্ধিদাতা।
আগে সাধন পান্ডে নিজেই এই পুজোর দায়িত্বে থাকলেও এই বছর তিনি নেই। তাই সব কিছুই হাতে হাত রেখে সামলাচ্ছেন মা-মেয়ে। সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে। বহু মানুষের আগমন হয় এই পুজোতে। এ বারেও তার অন্যথা নেই। আয়োজন ছিল এলাহী খাওয়া দাওয়ার। উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য্যসহ আরও অনেকে। শ্রেয়া বলেন, ‘আমি গণপতিকে গন্নু বলে ডাকি। বাবাকে খুব মিস করছি। এই পুজো আমিই বরাবর করে এসেছি আমার বাড়িতে। আজ বাড়ির দরজা সবার জন্য খোলা।’
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।