প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর দক্ষিণ কলকাতার বিখ্যাত গণেশ পুজো। এক আধ বছর নয়, এক দশকেরও বেশি সময় পেরিয়েছে এই পুজো। পুজোর টানে প্রত্যেক বছর ছুটে যান শহরের নানা প্রান্তের মানুষ।
এই পুজোর নির্দিস্ট ভাবে ঢাকা কালীবাড়ি মোড়েই হয়। এবারেও বড় অরে প্যান্ডেল হয়েছে এই পুজোর জন্য। পরিচলনায় রয়েছে ‘প্রত্যেকে’। এখানে কোনও শিল্পী আলাদা করে বরাত পান না ঠাকুর তৈরির। ঠাকুর আসেন কুমারটুলি থেকেই। বহু মানুষ জমায়েত করেন এই পুজো দেখতে।
এই বছর পুজোটি ১২ তম বর্ষে পা দিয়েছে। এত বছরের এই পুজোকে সকল ভক্ত মন থেকে মানেন বলেই উদ্যোক্তারা আয়োজণে কোনও ত্রুটি রাখেন না। এমনকি এখানে ভোগ নিবেদনেরও বিশাল আয়োজন ব্যবস্থা করা হয়। প্রতিব্বছরই নতুন নতুন মানুষ ঠাকুর দেখার আমেজ নিয়ে এই মন্ডপে ভিড় জমান।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।