সোনার গয়না তো হামেশাই দেখে থাকি আমরা। তা বলে সোনায় মোড়া মিষ্টি! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীতে।
বাদাম, পেস্তা-সহ অন্যান্য ড্রাই ফ্রুটের সঙ্গে সোনার প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে এই মিষ্টি।
অমরাবতীতে রঘুবীর মিষ্টির দোকানে এই স্বর্ণালী আয়োজন। দীপাবলি-ধনতেরসকে সামনে রেখে বিশেষ ভাবে এই মিষ্টি তৈরি হয়েছে বলে জানিয়েছেন দোকানি।
প্রতি কেজি মিষ্টির দাম ১১ হাজার টাকা। তা দেখতে বা চাখতে আসা ভিড় উপচে পড়ছে মিষ্টির দোকানে।
দোকানি চন্দ্রকান্ত পোপটের কথায়, এই মিষ্টি স্বাস্থ্যের পক্ষেও ভাল। কারণ আয়ুর্বেদে সোনা এবং তার নির্যাস শরীরের জন্য উপকারী বলে বিবেচিত হয়।
দীপাবলির আগে এই মিষ্টি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ধনতেরসে সোনার গয়না নয়, ভাইরাল হয়েছে এই সোনার মিষ্টিই!
দোকানদার জানান, শুধু দেশেই নয়, বিদেশেও পাঠানো হচ্ছে এই বিশেষ মিষ্টি।
ধনতেরসে সোনা কেনার প্রচলন রয়েছে বহু কাল ধরেই। এ বছর সোনার গয়নার দোকান ছাড়াও অনেকেরই কিন্তু গন্তব্যের তালিকায় রয়েছে এই সোনায় মোড়া মিষ্টির দোকান।