লক্ষীপুজো কেটে গিয়েছে দেখতে দেখতে এক সপ্তাহ। তাই দীপাবলির কেনাকাটার ধুম এখন তুঙ্গে।প্রতি বছরের মতো, সেই এক রকম সাজের গল্পে না গিয়ে এই বছর কী কিনবেন, জেনে নিন।
আর কী রকম সাজলেই বা আপনার দিকে নজর ঘুরবে ছোট থেকে বড় সব্বার! পরামর্শ দিলেন পোশাকশিল্পী অভিষেক রায়।
অভিষেকের মতে, “দীপাবলির জন্য আদর্শ রঙের শেড হল নীল, বেগুনি, এ রকম একটু গাঢ় ঘন রং।" দীপাবলির রাতে ঠিক ফুলঝুরির মতো চোখ ধাঁধানো সাজে নিজেকে মেলে ধরতে চাইলে, মিশমিশে কালো, ঘন নীল, বা বেগুনি জাতীয় রঙের শাড়ি বা পোশাক বেছে নিতে পারেন।
দীপাবলির সাজ মানেই উজ্জ্বল রং, ঝলমলে চকমকে লুক। তাই সেই উজ্জ্বলতা ধরে রাখতে বেছে নিতে পারেন মোডাল সিল্ক বা সিল্কের শাড়ি। আলোর মতো উজ্জ্বল দেখাবে আপনাকে।
অভিষেক রায়ের বললেন, “চলতি বছর দেখা যাচ্ছে রাজকীয়, অভিজাত দেখতে গাঢ় রং খুব হাল ফ্যাশনে এসেছে। সবাই মন খুলে পরছেন, তাই দীপাবলির সাজেও সেই রকম ভাবনা রাখা যেতে পারে। তবে, কাপড় বেছে নেওয়ার বিষয়ে একটু সতর্ক থাকা উচিত, যেহেতু বাজি পোড়ানোর সময়ের একটা সচেতনতা মাথায় রাখতেই হয়।"
তবে চুমকি বা সিক্যুইন বসানো শাড়ি ও পোশাকের সাজ কী একটু একঘেয়ে হয়ে যাচ্ছে না ফ্যাশন দুনিয়ায়? অভিষেক বলছেন, “এই জন্যই এ বারে আলাদা করে চুমকি বসানো শাড়ি না কিনে সলিড এক রঙা সাটিন বা মোডাল সিল্ক কিনুন।"
এই বছর ফ্যাশনের ব্যাকরণে মোডাল সিল্ক নতুন সংযোজন, তাই হাল ফ্যাশনে গা ভাসিয়ে এই রকম পোশাক কিনে দেখতে পারেন। রং বেছে নিন আপনার নিজের এবং চারপাশের কথা মাথায় রেখে।
যদি দীপাবলি উপলক্ষে পার্টি বা বন্ধুদের আড্ডার পরিকল্পনা থাকে, তা হলে বেছে নিন ফুশিয়া, নীল, বেগুনি বা কালো রঙের সাজ। পুজোর কাজে হাত লাগানোর থাকলে উজ্জ্বল কমলা বা ফুশিয়া রঙের সাজ বেশ মানাবে।
অভিষেক জানাচ্ছেন, “এখন একই রঙের শাড়ি ও ব্লাউজের ট্রেন্ড খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কেতাদুরস্ত সাজতে চাইলে বেগুনি শাড়ির সঙ্গে বেগুনি ব্লাউজের মানানসই লুকেই আপনাকে দেখাবে দুর্দান্ত। "
যে হেতু দীপাবলি মানেই অনেকটাই রাতের সাজ, তাই সোনালি আর বেগুনি পোশাকের মিশেলও দেখাবে চোখ ধাঁধানো। দীপাবলির দিনে ভারী শাড়ির সাজরি মানাবে সব থেকে ভাল।
তবে দীপাবলির আগের দিন, বা ধনতেরাসের দিন এমন কি ভাইফোঁটাতেও সাজ হতে পারে একদম অন্য রকম। একটু হালকা কাপড়ের কিন্তু উজ্জ্বল রঙের কো-অর্ড সেটের সাজে ধনতেরাসের কেনাকাটার আমেজ একদম হয়ে যাবে ফুরফুরে।
ভাইফোঁটা মানেই দেদার আড্ডা, খাওয়াদাওয়া আর ছবি তোলার ধুম। সেদিনের জন্য বেছে নিতে পারেন এখটু হালকা রঙের শেড। প্যাস্টেল শেডের আনারকলি পরে দেখুন, দারুণ মানাবে।
অভিষেক আরও বলছেন, “অনুষঙ্গের ক্ষেত্রে অবশ্যই করে সামঞ্জস্য ও ভারসাম্য, এই দুটি জিনিসের কথা মাথায় রাখুন। খুব ভারী পোশাক থাকলে তার সঙ্গে হালকা অনুষঙ্গই মানায়। সেই রকম ভারসাম্য বজায় রেখে দীপাবলির সাজে এক রঙা মোডাল সিল্কের শাড়ির সঙ্গে ভারী হাতের কাজ করা ব্লাউজ ও ভারী কুন্দনের কানের দুল পরলেই আপনার সাজে হবে বাজিমাত!”