Deep Neck Clothing Ideas

শরীরে উষ্ণতার পরশ! আবেদন বাড়িয়ে নিন ডিপ নেক পরে

শুধু ভরসা থাকুক মনে! এবারের পুজোয় কেমন ডিপ নেক পোশাক পরবেন, ঠিক করে নিন, শরীরের আকার বুঝে। কে কী বলল, তাতে বয়েই গেল!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ২০:৪৬
Share:
০১ ১০

সাহসী পোশাক পরার শখ কম-বেশি সব মেয়েরই হয়, তবে কী রকম পোশাক কিনবেন, কখন কী ভাবে তার ব্যবহার করবেন, তা বুঝে উঠতে পারেন না সবাই। অনেকের আবার ভয়, পাড়া-পড়শি কী বলবে! সেসবের তোয়াক্কা না করে ২০২৩-এর পুজোর সাজ কথায় থাকুক ডিপ নেক পোশাক। রইল খুঁটিনাটি টিপস।

০২ ১০

ডিপ নেক পোশাকের প্রথম শর্তই হল নিজের চেহারার ধরনকে ভাল করে বুঝুন। আপনার চেহারার নীচের দিকটা যদি হয় ভারী, তা হলে আপনাকে গভীর গলার পোশাকে খুব ভাল মানাবে। সেক্ষত্রে জামা, কুর্তি বা ব্লাউজ বানাতে দিলে ৮ থেকে সাড়ে ৮ ইঞ্চি গভীর কাটের জামা বানাতে পারেন।

Advertisement
০৩ ১০

যাদের চেহারায় উপরের দিক বেশি ভারী, তাঁদের গভীর গলার পোশাক কিনতে হয় বা বানাতে হয় একটু বুঝে শুনে। ৬-৭ ইঞ্চি গভীর গলাতেই আপনার আবেদন ছড়িয়ে পড়বে। চারপাশে। এছাড়া অনেকেই নিজের কলারবোন দেখাতে পছন্দ করেন, তাঁরা নিজেদের পছন্দ মতো চেহারার ধরন বুঝে বানিয়ে নিন ডিপ নেক পোশাক।

০৪ ১০

ডিপ নেক পোশাক পরতে গেলে তার সঙ্গে নীচে খুব টাইট প্যান্ট বা ছোট স্কার্ট কখনই ভাল লাগবে না, গভীর কাটা গলার জামা পরতে গেলে নীচে থাকুক একটু লম্বা ঘেরের স্কার্ট বা সাধারণ ফিটিঙের প্যান্ট।

০৫ ১০

যদি বাড়ির কোনও অনুষ্ঠান বা অন্য কোনও জায়গায় সবার মাঝে ডিপ নেক পোশাক পরেন! অস্বস্তি লাগবে কি? তা হলে জামার উপরে চাপিয়ে নিন নেটের কারুকাজ করা ওড়না বা সিল্কের স্কার্ফ। এতে আপনার ডিপ নেকের জামাও পরা হবে, আবার স্বাচ্ছন্দও থাকবে।

০৬ ১০

গয়নার ক্ষেত্রে চোকার বা গলার কাছে ভারী নেকলেস পরতে পারেন, যাতে ডিপ নেকের মায়া আরও ছড়িয়ে পরতে পারে। অনেকে আবার লম্বা হারও পরেন, অক্সিডাইজড হার বা লম্বা পেন্ডেন্ট, যা ঠিক বক্ষ বিভাজিকার মধ্যিখানে থাকবে, আর মোহময়ী করে তুলবে আপনার সাজকে।

০৭ ১০

ঠিকঠাক অন্তর্বাস ছাড়া কখনই সাহসী পোশাক পরবেন না। অন্তর্বাস যথাযথ মাপের ও ধরনের পরা একান্ত জরুরি। তবেই ডিপ নেক পোশাক পরলে সুন্দর লাগবে আপনাকে।

০৮ ১০

আত্মবিশ্বাসই ডিপ নেক পোশাক পরে তাক লাগানোর চাবিকাঠি। আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটাচলা করুন ও সকলের সঙ্গে কথা বলুন। তাহলেই আপনাকে অনন্যা লাগবে। সব সময় কে দেখছে, কী ভাবছে এ সব মাথায় রাখলে জড়সড় ভাব চলে আসবে।

০৯ ১০

ডিপ নেকের সাজে অবশ্যই করে হাই হিল পরার চেষ্টা করুন। এতে আপনার পোশাক আরও ভাল ভাবে বোঝা যাবে ও নজর কাড়বে সবার।

১০ ১০

ডিপ নেক যে রকমই হোক, টপ কিংবা কুর্তি, অথবা এক ঢালা শর্ট বা ম্যাক্সি ড্রেস, সঙ্গে একটা স্টোল রাখতে পারেন। প্রয়োজন বুঝলে গায়ে চাপিয়ে নিতে পারেন। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement