পুজোর বাদ্যি বেজেছে। আকাশে বাতাসে আগমনীর সুর। এ বছরের পুজো অন্য বছরগুলির থেকে খানিকটা আলাদা।
তবে সেই সব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে মহানগরী। সেজে উঠছে শহর।
হাতিবাগান, গড়িয়াহাটের পাশাপাশি শপিং মলেও ভিড় বাড়ছে কেনাকাটার। শহর সামিল হচ্ছে উৎসবের আনন্দে।
সেই আনন্দে সামিল হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং জনপ্রিয় মডেল সিম্মি সরকার। ঠিক পুজোর আগে আনন্দ উৎসবের সঙ্গে ভাগ করে নিলেন তাঁদের পুজোর সাজ।
আসলে, পুজো মানেই তারকাদের সাজের বাহার। বাঙালিয়ানা ডুব দিয়ে সেজে ওঠা। এই যেমন অভিনেত্রী শ্রাবন্তী। বলা ভাল, দুর্গা প্রতিমার সামনে যেন সাক্ষাৎ দুগ্গা ঠাকুর।
নজরকাড়া সোনালি শাড়ির সঙ্গে চোখ ধাঁধানো সাজ। গলায় হালকা গয়না। শাড়িতে যেন অপরূপা তিনি। এই শ্রাবন্তীর দিক থেকে যেন চোখ ফেরানো দায়।
সঙ্গে জবরদস্ত যুগলবন্দিতে মডেল সিম্মি সরকার। তিনিও যেন সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছেন শ্রাবন্তীকে।
বাদ পড়েননি নুসরত জাহানও। পুজোর সাজে তিনিও হয়ে উঠেছেন অপরুপা। হালকা গয়নায় নজর কাড়বে নুসরতের সাজও।
শ্রাবন্তী, নুসরাত এবং সিম্মি, দু’জনকেই মনের মতো করে সাজিয়েছেন সৌম্য নন্দী এবং কিয়ারা সেন। রূপটানে বাবুসোনা এবং রাহুল নন্দী।
তিন কন্যের রূপ-কথা ক্যামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহক সঞ্জীব ঘোষ। সমগ্র ভাবনা এবং সেট ডিজ়াইনের নেপথ্যে ক্যাপচার প্রোডাকশন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।