পুজো না হয় শেষ। তা বলে সাজের কি আর শেষ আছে! ধনতেরস, দীপাবলি, ভাইফোঁটা- প্রত্যেকটা দিনই তো সেজেগুজে উদযাপনের। বছরভর পশ্চিমি পোশাকে, এলোমেলো চুলেই দিন কাটে। উৎসবের মরসুম জুড়ে তাই সাবেক সাজেই মজে থাকেন আপামর বাঙালি নারী। আর সঙ্গে চুলেও খানিক চিরায়ত সজ্জায়।
সনাতনী সাজের সঙ্গে আলতো হাতে বাঁধা খোঁপার কোনও জুড়ি নেই। এ দিকে অপটু হাতে তা করতে গিয়ে সে আরেক বিপত্তি! কিছুতেই যে মনের মতো নিখুঁত খোঁপা হচ্ছে না! চটজলদি খোঁপা বাঁধার উপায় তাই হাতে থাকা ভীষণ জরুরি! এই প্রতিবেদনে রইল এক মিনিটে খুব সহজে খোঁপা বেঁধে তাক লাগিয়ে দেওয়ার কিছু ধাপ।
প্রথমে চুলের সামনের কিছুটা অংশ নিয়ে হেয়ার টাই দিয়ে বেঁধে নিন। তার পর সেই বাঁধা চুল দু’ভাগ করে মাঝে ফাঁক করে তার মধ্যে বাঁধা চুলের নীচের অংশটি ঘুরিয়ে ঢুকিয়ে নিন।
বাকি চুলের নীচের অংশ পুরোটা একসঙ্গে নিয়ে বেঁধে ফেলুন আর একটি হেয়ার টাই দিয়ে।
পুরো বাঁধা চুল তার পর সামনের দিকে উল্টে এনে প্রথম হেয়ার টাইয়ের দিকে আলতো করে টেনে আনুন। চুলের পুরো অংশ পাকিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিন।
চুল বাঁধার সরঞ্জাম দিয়ে সুন্দর করে আটকে নিন পুরো খোঁপা।
পুজোর সময়ে যে কোনও সাজের সঙ্গে এ ভাবে খোঁপা বেঁধে ফুল লাগিয়ে নিন। চুলের সাজে নজর কাড়বেন আপনিই!