Glass Hair Trend

তারকাদের মতো গ্লাস হেয়ার চান? কী কী মেনে চলবেন?

হলিউড থেকে টলিউড, তারকারা এখন সকলেই মেতেছেন গ্লাস হেয়ার ট্রেন্ড নিয়ে। সোশ্যাল মিডিয়া ঘাঁটলে তার নজির মিলবে অনেক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ১৩:৫৭
Share:

পার্টিতে যাওয়ার সময়ই যত্ত ঝামেলা! কী পরবেন তো নয় ঠিক হল। কিন্তু চুল? উসকোখুসকো চুল নিয়ে কি আর এমন অনুষ্ঠানে যাওয়া যায়! তা হলে তারকাদের অমন সুন্দর মোলায়েম, উজ্জ্বল চুল ঠিক থাকে কী ভাবে?

Advertisement

হলিউড থেকে টলিউড, তারকারা এখন সকলেই মেতেছেন গ্লাস হেয়ার ট্রেন্ড নিয়ে। সোশ্যাল মিডিয়া ঘাঁটলে তার নজির মিলবে অনেক।

গ্লাস হেয়ার ট্রেন্ড কী?

Advertisement

ঘরোয়া পার্টি থেকে শুরু করে রেড কার্পেট- সেলেবদের চুলেও এসেছে বাহার। পোশাকের সঙ্গে মানানসই হেয়ারকাট তো রয়েছেই, সঙ্গে চুল নিয়ে বিভিন্ন কারুকার্য করতে প্রায়শই দেখা যায়। এই লকডাউন পর্বে অনেক তারকাকেই দেখা গেল তাঁদের গ্লাস হেয়ার ট্রেন্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে। ভক্তরাও মুগ্ধ! তাঁদের এই চুলের রহস্য কী? চলুন দেখে নেওয়া যাক।

নিজের চুলকে গ্লাস হেয়ারে রূপান্তরিত করবেন কী ভাবে?

১) শ্যাম্পু ও কন্ডিশনিং: বাজারে হরেক ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়। যার মধ্যে সালফারের পরিমাণ বেশি থাকে। তাই প্রথমেই ভাল সংস্থার প্যারাবিন এবং সালফার ফ্রি শ্যাম্পু কিনতে হবে। সেই সঙ্গে ভাল কন্ডিশনার। চুলের জট থেকে মুক্তি পেতে শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার লাগাতে হবে। এর ফলে চুল অনেক মোলায়েম এবং উজ্জ্বল দেখাবে।

আরও পড়ুন: রুপোর গয়নাতেই খুলুক পুজোর রূপ

২) হেয়ার ড্রায়ার: স্নান করার পরে চুল মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন। ভিজে চুল শুকিয়ে নিতে ব্লো ড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে চুলে হিটের ব্যবহার কম করাই শ্রেয়। তার চেয়ে মুক্ত বাতাসে চুল শুকিয়ে নিয়ে ধীরে ধীরে আঁচড়ান।

৩) ফ্ল্যাট আয়রন: চুল আঁচড়ে নেওয়ার পরে মাঝখানে সিঁথি করে চুলকে দুই ভাগে ভাগ করে নিন। তার পরে হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল সোজা করে ফেলুন। এই সময়ে বেশি তাড়াহুড়ো করবেন না। এমন ভাবে চুলে তাপ দেবেন, যাতে চুলের গোড়ায় গরম না পৌঁছয়।

তারকাদের গ্লাস হেয়ার ট্রেন্ডে ভক্তরাও মুগ্ধ!

৪) সিরামের ব্যবহার: এখন হরেক রকমের সিরাম পাওয়া যায়। কিন্তু যে সিরামে এক্সট্রা শাইনের কথা লেখা রয়েছে, সেটিই বেছে নিন। শুধুমাত্র চুলেই সিরাম লাগাবেন। খেয়াল রাখবেন, চুলের গোড়ায় যেন সিরাম না লাগে। এতে হিতে বিপরীত হতে পারে।

জরুরি কিছু টিপস

১) কাচের মতন উজ্জ্বল চুল সকলেরই নজর কাড়ে। রেশমি মোলায়েম ঘন চুল পেতে প্রতিদিন প্রোটিন জাতীয় খাবার রাখুন ডায়েটে।

২) মাথার বালিশে সুতির বদলে সিল্কের কভার লাগান। এতে চুলে ছেঁড়ে কম এবং চুলের মোলায়েম ভাব বজায় থাকে।

আরও পড়ুন: বড় বড়, সুন্দর চোখেই ধরা থাক মনের ভাষা

৩) চুলের জন্য যথাসম্ভব ভাল মানের প্রসাধনী সামগ্রী, বিশেষত ক্ষতিকারক নয় এমন জিনিসই ব্যবহার করুন।

৪) চুলকে সুন্দর রাখতে নিয়মিত ভিটামিন ট্যাবলেট খেতে পারেন। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৫) হিট এবং হেয়ার স্ট্রেটনার কম ব্যবহার করাই শ্রেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement