হলুদ কুর্তায় ঠিক যতটা নজরকাড়া একরত্তি রাহা, ঠিক ততটাই নেটিজেনদের মন কেড়েছে লেহঙ্গায় প্রাণবন্ত মালতী। পাশাপাশি প্রথম ঝলকেই মুগ্ধ করেছে সদ্যোজাত দুয়া পাড়ুকোন সিংহও।
উৎসবের মরসুমে ফ্যাশনের দিক থেকে মোটেই পিছিয়ে নেই কচিকাঁচারা। তাদের সাজপোশাক পৃথক ভাবেই উঠে আসছে আলোচনায়। উৎসবের দিনে আপনি কেমন সাজাবেন আপনার বাড়ির খুদে সদস্যকে? টিপস্ হিসেবে হাজির স্বয়ং বলিউডি ‘স্টার কিড’রাই।
কুর্তা-পাজামা- কুর্তা এবং পাজামা। সামান্য সাজ, কিন্তু তাতেই যেন অপরূপা একরত্তি রাহা। পরনে কুর্তা-পাজামা, টেনে বাঁধা রয়েছে দুটো ঝুঁটি। সন্তানদের যেমন সাজাবেন, তাতেই তারা হয়ে উঠবে নজরকাড়া। আপনিও যদি আপনার খুদেকে ছিমছাম সাজেই পছন্দ করেন, তা হলে কপূর কন্যা রাহার মতো সাজই হয়ে উঠবে অনবদ্য।
বয়স মাত্র দু’মাসের কাছাকাছি। ফুটফুটে দুয়া পাড়ুকোন সিংহের প্রথম ঝলকেই মুগ্ধ নেটদুনিয়া। ছোট্ট দুটো পা উঁকি দিচ্ছে পোশাকের আড়াল থেকে। তারও পরনে কুর্তা-পাজামা। সদ্যোজাতের ফ্যাশন তালিকায় রাখতে পারেন এই পোশাকটিকে।
ফ্লোরাল প্রিন্টেড লেহঙ্গা-চোলি এবং দোপাট্টা- বাবা, মায়ের সঙ্গে রংমিলান্তি পোশাকেই চোখ টেনেছে মালতী। ছোট করে কাটা চুল, পরনে প্রিন্টেড লেহঙ্গা এবং চোলি। সঙ্গে বেশ কায়দা করে দেওয়া রয়েছে দোপাট্টা। সাজ বলতে স্রেফ মাথার ব্যান্ড এবং কানে ছোট্ট দুল। উৎসবের দিন এথনিক সাজে খুদেরা বরাবরই অনবদ্য।
অন্য দিকে হলুদ লেহঙ্গায় মিষ্টি দেবী-ও! দু’হাতে চুড়ি এবং মাথায় ফুলের বাহার। পোশাক একই, কিন্তু পার্থক্য কেবল সাজে। মালতী এবং দেবীর মতো আপনিও আপনার একরত্তির জন্য বেছে নিতে পারেন একটি অভূতপূর্ব এথনিক লুক।
ঢিলেঢালা টি-শার্ট এবং জিন্স- উৎসবের মরসুমে ছুটির মেজাজে সইফ আলি খান এবং করিনা কাপুর। সঙ্গে দুই সন্তান জেহ এবং তৈমুর। পরনে ঢিলেঢালা টি-শার্ট এবং জিন্সের প্যান্ট। আপনারও যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, তা হলে টি-শার্ট এবং জিন্সেই আপনার সন্তানকে দিন স্পোর্টি লুক। এটি যেমন আরামদায়ক, তেমনই স্টাইলিশ।
প্রিন্টেড ফ্রক- শিশুদের ফ্যাশনে হরেক রকম ডিজাইনার ফ্রক কোনও দিনই বাদ যাবে না। দেবিনা বন্দ্যোপাধ্যায়ের দুই কন্যাকেই দেখুন। মায়ের সঙ্গে মিলিয়ে কেমন লাল-সাদায় সেজে উঠেছেন। মাথায় আবার ফুলের বাহারও। পুজোর দিনে নিখাদ বাঙালি লুক চাইলে দেবিনার মতো আপনিও রংমিলন্তি পোশাকে সাজিয়ে তুলতে পারেন আপনার কন্যাদের। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।