তনুশ্রীরও পছন্দের ডিজাইনার অভিষেক দত্ত। নিত্যনতুন পোশাকে নিজেকে সাজাতে ভালবাসেন নায়িকা। তাঁর সাহসী ব্যক্তিত্বের ছোঁয়া থাকে পোশাক বাছাইয়েও।
ষষ্ঠীর হালকা সাজে তনুশ্রীর পছন্দ প্যাচওয়ার্ক করা ফ্লোরাল প্রিন্টের লিনেন ড্রেপড জাম্পস্যুট। এক নজরে ড্রেস বলেও ভুল হতে পারে!
হাতে বোনা লিনেনের ডিজিটাল প্রিন্টের ড্রেস, বুকের কাছে কাঁথা কাজের আলতো ছোঁয়া। তাতেই ‘আগুনপাখি’ তনুশ্রী। কমলা রংয়ের জ্যাকেটে উষ্ণতার পারদ যেন আরও চড়েছে।
উৎসব যখন, শাড়ি তো থাকবেই। কিন্তু তনুশ্রীর পছন্দের শাড়িতে থাকতে হবে সনাতনী আধুনিকতা, যা শুধু তাঁকেই মানায়।
এক দিন শুধু শাড়ি। তবে এ শাড়ি বন্ধনমুক্ত। এতটাই অভিনব যে, এক নজরে মনে হতেই পারে ড্রেস। শাড়ির সঙ্গেই গাঁথা ব্লাউজ। তাতে এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ। সাদা নেটের আঁচলে কমলা ফুলের কারুকাজ যেন শরীর ছুঁয়ে সীমানা পেরোতে চায়!
নবমীর রাত। তনুশ্রী পরবেন পিচরঙা লেহঙ্গা স্কার্ট। সঙ্গে ফ্লোরাল স্লিভসের বিকিনি ব্লাউজ। উৎসবের জৌলুসে মাখামাখি নায়িকার অন্তরের উচ্ছ্বাস ঠিক ভাষা পাবে এই পোশাকেই!
মডেল: তনুশ্রী চক্রবর্তী পোশাক: অভিষেক দত্ত রূপটানও কেশসজ্জা: ভাস্কর বিশ্বাস ছবি: কৌস্তভ সাইকিয়া স্থান: দ্য পার্ক, কলকাতা ভাবনা ও পরিকল্পনা: শ্যামশ্রী সাহা