পুজোর সময় সকাল-বিকেল মিলিয়ে বিভিন্ন রকম শাড়ি ও জামাকাপড় পরা হয়ে থাকে, তাই শাড়ির কাপড় কোন সময় পরা হচ্ছে তার উপর ভিত্তি করে নিজের সাজকে ভেবে নিতে পারেন এই ভাবে
কাঞ্জিভরম ও অন্যান্য সিল্ক শাড়ির সঙ্গে— কাঞ্জিভরম, চান্দেরি, তসরের মতো ভারী শাড়ির জন্য় বেছে নিন কুন্দন সেট। ঝলমলে হিরে বসানো যেন! এ ছাড়া সোনালি ইমিটিশনের গয়না তো আছেই। পরতে পারেন ভারী চোকার। টেম্পল জুয়েলারি। কাঞ্জিভরমের সঙ্গে টেম্পল গয়না, দক্ষিণের লুক নিয়ে আসে।
সুতি ও হ্যান্ডলুম শাড়ির সঙ্গে— হ্যান্ডলুম সুতির বা লিনেন শাড়ি, দিনের সাজে আদর্শ। এগুলির অনুসঙ্গে? কিনে নিতে পারেন রুপোলি অক্সিডাইজড বা বোহেমিয়ান গয়নার সেট, যার মধ্যে থাকতে পারে ডোকরার গয়না, কাপড়ের কাজ করা কানের দুল, কাঠের চুড়ির সেট, পাটের দুল, টেরাকোটার গয়নার সেট, অথবা বিভিন্নরকম বিডস দিয়ে গাঁথা নেকলেস।
জর্জেটের সঙ্গে— এই ধরনের শাড়ির সঙ্গে পরতে পারেন হোয়াইট ইমিটেশন গোল্ডের কুন্দন সেট, স্টোনের কাজ করা গয়না কিংবা আমেরিকান ডায়মন্ডের গয়নার সেট।
শিফন ও হাল্কা রঙের শাড়ির সঙ্গে— হাল্কা রঙের শিফন যদি আপনার পছন্দের হয়, তার সঙ্গে ম্যাচ করতে পারেন মুক্তোর গয়না অথবা বিডসের গয়না যা আপনার সাজকে করে তুলবে আরও মোহময়ী।
অরগ্য়াঞ্জা শাড়ির সঙ্গে— অরগ্য়াঞ্জা শাড়ির জনপ্রিয়তা এখন তুঙ্গে। প্রিন্টেড বা সুতোর কাজ করা অরগাঞ্জা শড়ির সঙ্গে পরতে পারেন সোনালি চোকার ও ঝুমকোর সেট।
ফ্যান্সি শাড়ির সাথে- ভারী নেটের কিংবা ফ্যান্সি চুমকি বা পাথরের শাড়ির ভীষণ জনপ্রিয়তা চলছে এখন। পুজোর সময় যেকোনও দিন প্রধান আকর্ষণ হয়ে উঠতে এর সাথেই বেছে নিন সোনালি বা রুপোলি ভারী গয়নার সেট, কুন্দনের সেট, আমেরিকান ডায়মন্ড এবং পাথরের কাজ করা বিভিন্ন ভারী গয়নার সেট।
চিকনকারি শাড়ির সঙ্গে— চিকনকারি শাড়িও এখন খুব উঠেছে। এই ধরনের সুতোর শাড়ির সঙ্গে আপনি সাজতে পারেন আপনার কালেকশনের সুন্দর কোনও পাথরের গয়না দিয়ে।