'রকি ভাই'এর প্রশংসিত লুক
পুজোর আর বাকি মাত্র কয়েক দিন। মহিলারা নিশ্চয়ই ভেবেচিন্তে বাছাই করে ফেলেছেন পাঁচ দিনের পাঁচ সাজ। সঙ্গে চুলের কাট থেকে রূপটান সবই! পুরুষ বলে কি এই রুটিনে মানা? মোটেই না! পুজোয় কেমন কায়দায় চুল কাটবেন, ভেবে পাচ্ছেন না? মুশকিল আসানে রইল ট্রেন্ডমাফিক বাছাই চুলের ছাঁটের হদিস।
কুইফ: চিরাচরিত স্পাইক একটু অন্য রকম হোক না! আন্ডারকাট বা দুই দিকে একেবারে ছোট করে চুল ছেঁটে সামনের অংশে সামান্য স্পাইকের আভাস রাখুন।
আইভি লীগ: আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এর জনপ্রিয়তা থেকেই এই ছাঁটের নাম। পরিচিতি ক্রু কাটের ধাঁচে হলেও এ ক্ষেত্রে চুলের দৈর্ঘ্য থাকে অনেক বেশি। তবে এই ছাঁট থাকলে জেল ব্যবহার করে চুল নরম রাখা কিন্তু ভীষণ প্রয়োজন।
পুরুষরাও আজকাল চুল বাড়াচ্ছেন
ঢেউখেলানো বব: পুরুষরাও আজকাল চুল বাড়াচ্ছেন। সে ক্ষেত্রে ট্রেন্ডের নিরিখে সবথেকে জনপ্রিয় এই ছাঁট। বব কাটের মতো সামান্য বড় করে কাটা চুলে স্বাভাবিক ভাবে বা কার্লার ব্যবহার করে ঢেউ খেলানো ভাব তৈরি করলেই কেল্লাফতে!
হিপি: এলোমেলো চুল পছন্দ? তবে এই ছাঁট আপনারই জন্য। যে কোনও দৈর্ঘ্যের চুলে এই সাজ দিব্যি মানিয়ে যাবে।
শ্যাগ: সত্তর দশকের হলিউড নায়কদের আদলে এই ছাঁট আপনাকে পুরনো দিনের স্বাদ এনে দেবে। অন্য দিকে, ট্রেন্ডের মাপকাঠিতেও অনেকটা এগিয়ে যাবেন। সামনের দিকে সামান্য ছোট রেখে পিছনের দিকে চুল বাড়িয়ে পেয়ে যান এই চমৎকার লুক।
তবে সব কিছুর শেষে মাথায় রাখবেন, যত্নের বিকল্প নেই। চুলের যথাযথ পুষ্টি ও সুরক্ষার দিকে খেয়াল না রাখলে সব সাজই মাটি!
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।