উৎসবের আমেজকে যথাযথ ভাবে ফুটিয়ে তুলতে লাল রং খুবই পছন্দ সৌমিতৃষার।
শাড়ি পরতে তিনি ভালবাসেন। তবে পছন্দ করেন ফিউশন’ও।
সনাতনী ভাবে শাড়ি পরার বদলে তিনি বেছে নিয়েছেন কালো রঙের অফ শোল্ডার ক্রপ টপ।
কোমরের বেল্ট অন্য মাত্রা যোগ করেছে সাজে। শাড়ি পরার ক্ষেত্রে নতুন ভাব ধারায় বিশ্বাসী হলেও, সনাতনী সোনার গয়না খুবই পছন্দ অভিনেত্রীর।
পুজো মানেই যে পাঁচ দিনই শাড়ি পরতে হবে, এমনটা মনে করেন না তিনি।
বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার জন্য তিনি ভরসা করেন এই রকমের স্কার্ট।
চওড়া এমব্রয়ডারি করা স্কার্টের সঙ্গে সাদা শার্ট বদলে দিয়েছে মিঠাইয়ের চেনা সাজ।
সাজ সম্পূর্ণ করেছে রূপোর জাঙ্ক গয়না।
ফ্লোরাল ড্রেসে মিঠাই হয়ে উঠেছেন অপরূপা
নবমীর রাতের পার্টির জন্য উজ্জ্বল রঙের ফ্লোরাল ড্রেস খুবই পছন্দ তাঁর। পোশাকের সঙ্গে বেল্ট, গলায় স্টেটমেন্ট নেকলেস আর লাল রঙের হিল। যাকে বলে জমজমাট!
স্লিটেড ড্রেসে সাহসী উঁকিঝুঁকি। উষ্ণতা ছড়িয়েছেন মিঠাই। সে কথা ‘উচ্ছে বাবু’ জানেন কি?