'কী ভারী চেহারা! তবু পরেছে ও রকম পোশাক! বাড়িতে কি আয়না নেই এদের!' প্লাস সাইজ মানুষ, অথচ এমন কথা কখনও শোনেননি, এমনটা হতেই পারে না।
দিন বদলের পালা এসেছে ফ্যাশনে। গায়ের রং, শরীরের গঠন- এ সব নিয়ে সমালোচনার ক্ষেত্রে সরব হচ্ছেন অনেকে।
মেয়েরা কুড়িতেই বুড়ি! এমন কটাক্ষকে জবাব দিতেই বেসরকারি সংস্থায় কর্মরতা সোনালি এগিয়ে এসেছেন মডেলিংয়ের জগতে।
৪০ বছর বয়সে এমন এক সিদ্ধান্তে নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাসের ছটা।
চেহারা ভারী হলেও মনের মতো পোশাক পরা যায় সানন্দে।
ষষ্ঠীতেও অফিস থাকলে ভাল মানাবে এমনই কুর্তি আর পালাজো।
সপ্তমীতে ঠাকুর দেখার ইচ্ছে থাকলে পরতে পারেন ফ্লোরাল ড্রেস।
অষ্টমীর অঞ্জলি শাড়ি ছাড়া সত্যিই অসম্পূর্ণ। সঙ্গে মানানসই গয়না। মেকআপ থাকবে হাল্কা।
নবমীতে পার্টি তো চাই-ই। পার্টির জন্য যে কোনও ঝলমলে ড্রেস বেশ মানাবে।
কালো অথবা বেগুনি, রং বেছে নিন মনের মতো। মেকআপে থাকুক মিষ্টি আবেদন। আর মনে থাকুক প্রত্যয়।
পার্টি করতে না চাইলে কোনও অসুবিধা নেই। বাড়িতেই আড্ডা জমুক হাল্কা মেজাজে। পরনে থাকুক শাড়ি।
দশমীতে মায়ের বরণ হোক সনাতনী সাজেই।