Men Fashion

পুজোর ফ্যাশনে গোঁফেই হবে বাজিমাত,কোন ধরণের গোঁফ আপনার মুখের সঙ্গে মানানসই রইল তার বিস্তারিত

ছেলেদের ফ্যাশনের কথা হচ্ছে আর গোঁফ আসবে তা হয় না। মেয়েদের জন্য সাজের অনেক কিছু থাকলেও ছেলেদেরতো গোঁফ দাড়িতেই লুকিয়ে আছে সৌন্দর্য।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:১০
Share:
০১ ১০

গোঁফের ফ্যাশনে কোন তারকার গোঁফ ট্রেন্ডিং এ চলছে সেটাতো পুজোর আগে জানতেই হবে ছেলেদের।পাঞ্জবী হোক কি হালকা শার্ট গোঁফ এই করতে হবে বাজিমাত।

০২ ১০

পুজোর ফ্যাশনে ঠিক কোন ধরণের গোঁফে আপনাকে একেবারে হার্টথ্রব লাগবে জানতে বিস্তারিত রইল গোঁফের বর্ণনা।

Advertisement
০৩ ১০

শেভরন গোঁফ: ওল্ড ফ্যাশনের মধ্যে পরে এই ধরণের গোঁফ। সাধারণত, বড় মুখের আকৃতিতে এই ধরণের গোঁফ দারুন মানায়।

০৪ ১০

ওয়ারলাস গোঁফঃ বেশ কিছুদিন ধরে যত্ন সহকারে এই গোঁফকে বাড়তে দিতে হয়। তারপরেরই ওয়ারলাস গোঁফের আকার নেয়। সাধারণত পুরনো দিনের ছবিতে ভিলেন চরিত্ররা এই ধরণের গোঁফ রাখতেন। পুজোয় এই স্টাইল রাখতেই পারেন।

০৫ ১০

পেনসিল গোঁফঃ ঠোঁটের উপ্রে হালকা শুরু গোঁফই হল পেনসিল গোঁফ। গোল মুখের আকৃতির ছেলেদের বেশ মানাবে এই গোঁফ।

০৬ ১০

হ্যান্ডেলবার গোঁফঃ এই গোঁফ বেশ কয়েকবছর ধরেই ট্রেন্ডিং এ চলছে। শুরু গোঁফের শেষটা হালকা উপরের দিকে ঢেউ খেলানো।রনবির সিং স্টাইলের এই গোঁফে পুজোয় নিজেকে করতে তুলতে পারেন নজরকারা।

০৭ ১০

হসশু গোঁফঃ হাল্ক হোগান কিংবা অ্যারন রজার্স এর গোঁফের কথা মনে করলেই এই গোঁফের স্টাইলকে নিমিষেই ধরে ফেলবেন।অনেকটা ফ্রেঞ্চ কাট দারির মতন দেখতে হলে এর ধরন কিন্তু একেবারেই আলাদা। পুজোতে নিজেকে সকলের থেকে আলাদা লুক দিতে চাইলে আপনার ফ্যাশনের তালিকায় রাখতে পারেন এই গোঁফ।

০৮ ১০

কাউবয় গোঁফঃ ঠোঁটের উপর থেকে ঘন ভাবে হালাকা নিজের দিকে নামানো গোঁফেই আপনি কাউবয় গোঁফের লুক পেয়ে যাবেন।পুজোয় পঞ্চাশ এর উপরের বয়সিদের জন্য এই লুক একেবারে পারফেক্ট হতে পারে।

০৯ ১০

স্কারফি গোঁফঃ এবার পুজোয় নিজেকে সোবার লুক দিতে চাইলে এই ধরণের গোঁফ রাখতে পারেন। বেশির ভাগ অভিনেতাদের পছন্দের তালিকায় রয়ছে স্কারফি গোঁফ।

১০ ১০

মনে রাখবেন, গোঁফ রাখলেই হয় না। যত সুন্দর গোঁফ আপনি রাখতে চাইবেন সেই পরিমাণ যত্নও আপনাকে নিতে হবে।পুজোর আগে নিয়মিত যত্ন নিন গোঁফের।পুজোর ফ্যাশনে কোন আপস নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement