শুধু ক্রিকেটের মাঠে রেকর্ডভাঙা সেঞ্চুরি হাঁকানোই নয়। তাঁর অনুরাগিণীর সংখ্যা লজ্জা দিতে পারে রুপোলি পর্দার যে কোনও তারকাকেই। তাঁর সাজগোজ ও ব্যক্তিত্বের মাদকতায় মুগ্ধ কিশোরী থেকে তরুণীদের একটা ‘বিরাট’ অংশ! তিনি, সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম সেঞ্চুরি করে রেকর্ড গড়া বিরাট কোহলী।
তাঁর স্টাইল স্টেটমেন্ট বরাবরই পিছনে ফেলে দেয় তাবড় ফ্যাশনিস্তাকে। নারী হৃদয়ে দোলা দিয়ে তিনি অনেক দিনই হার্টথ্রব। সেই বিরাটেরই কিছু নজরকাড়া সাজ রইল আপনার জন্য! তাঁর মতো সেজে এই পুজোয় আপনিও হয়ে উঠতে পারেন যে কোনও জমায়েতের মধ্যমণি!
সাজের বিষয়ে বরাবরই খুব সচেতন বিরাট। নানা রকম দাড়ি ও চুলের স্টাইল থেকে শুরু করে, নানা ধরনের সাবেক কিংবা বিদেশি পোশাকে সব সময়েই ঝকঝকে, ফিটফাট। ভক্ত মহলে নিজের আবেদন তৈরিতে তাঁর ভুলচুক কমই হয়। পুজোয় বিভিন্ন দিনে পশ্চিমি বা ফিউশন সাজে তাক লাগিয়ে দিতে দেখে নিন বিরাটের সেই সব লুক!
পঞ্চমীতেই পুজো শুরু- এমব্রয়ডারি কাজ করা কুর্তা ইদানিং বাজারে হিট! দেরি না করে পঞ্চমীতেই বিরাটের মতো সেজে উঠতে কিনে নিন ঘন বেগুনি রঙের অ্যাসিমেট্রিক কাপড়ে জরির সুতোয় এমব্রয়ডারি করা কুর্তা। সঙ্গে বেইজ বা ক্রিম রঙের ট্রাউজার। বাদামী জুতোয় সাজ হোক সম্পূর্ণ।
সাদায় বাজিমাৎ- বিরাটের লুকবুকে প্রথমেই নজরে আসে সাদা নেহরু জ্যাকেট, কুর্তা এবং ট্রাউজারের সাজ। এর সঙ্গেই চোখ টেনেছে তাঁর টকটকে লাল পকেট স্কোয়ারটি। পুজোয় যে কোনও দিনের সাজেই এই স্মার্ট সাজটি বেছে নিতে পারেন। বিশেষত যাঁদের ষষ্ঠীর দিন কাটে অফিসে, তাঁদের জন্য এটি মানানসই।
প্রিন্টে মাতান পুজো- ছেলেদের ফ্যাশনে সব সময়েই একঢালা রঙের প্রাধান্য বেশি। তাই বলে কি পুজোতেও শুধু একরঙা জামাই পরবেন? মোটেই না! বিরাটের মতোই নিজের সাজে চটক আনুন একঢালা টারকোয়েজ নীল রঙের কুর্তার উপরে প্রিন্টেড নেহরু জ্যাকেট পরে। সঙ্গে পকেট স্কোয়ারে থাকুক সোনালি রঙ, আপনার পুরো লুকটাই বদলে যাবে। সপ্তমীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা কিংবা একান্ত আড্ডা, সবেতেই আদর্শ।
অষ্টমীতে বাঙালি বাবু- জিন্স, ট্রাউজার্স তো সারা বছরই পরছেন। অষ্টমীর অঞ্জলিতে অন্য রকম চমক আনতে বেছে নিন সাদা ধুতি-পাঞ্জাবীর সাবেকিয়ানা। বিরাটের মতো অ্যাসিমেট্রিকাল কুর্তা বা পাঞ্জাবীর সঙ্গে থাক সাদা ধুতি বা বড় ঘের দেওয়া ধুতি প্যান্ট। জমে যাবে অষ্টমীর সাজ!
ঘন নীলের মোনোক্রোমে- সকালের সাজের সাবেক মেজাজের সঙ্গে জুড়ে যাক আরও একটু আভিজাত্যের গন্ধ। বিরাটের মতো ঘন নীল রঙের মোনোক্রোম কুর্তায় থাকুক একই রঙের সুতোর কাজ। সঙ্গে নীল ধুতি প্যান্ট, কালো নাগরাই জুতো। টকটকে লাল পকেট স্কোয়ারটিও রাখতে ভুলবেন না যেন!
রাজকীয় উষ্ণতার খোঁজ- নবমীর রাতেই শেষ চমকের পালা। আর তাই সাজের সঙ্গে আপস নয় কোনও ভাবেই। বিরাটের মতো একঢালা কালো কুর্তার সঙ্গে বেছে নিন ভারী কাজ করা শাল। ব্রোকেডের প্যান্টের সঙ্গে কালো নাগরাই জুতোয় সম্পূর্ণ হবে সাজ। ব্যক্তিত্বের আভিজাত্য ফুটে উঠবে আপনার পোশাকেই।
শেরওয়ানি থাকুক হাতে- পুজোর কোনও এক দিনে শেরওয়ানি পরে চমকে দেবেন ভাবছেন? তাঁদের জন্য বিরাটের মতো মিন্ট রঙের কাপড়ে, সোনালি জরি কাজের শেরওয়ানি আদর্শ। নবমী বা অষ্টমীতে রাতের দিকে এ রকম সাজ বেছে নিতে পারেন।
দশমীতেও নজরকাড়া- গাঢ় রঙের ভেলভেটের কুর্তার সঙ্গে কাজ করা স্কার্ফ নিয়ে নিন এককাঁধে। ধুনুচি থেকে ভাসান নাচ, আপনার উপরেই থাকবে সকলের নজর।