Durga Puja 2022

সিল্ক থেকে বেনারসি মাস্ক, তাল মেলান যুগের হাওয়ায়, রইল মাস্কের সুলুকসন্ধান

মাস্কের সঙ্গে বিডস লাগানো। সঙ্গে আবার চেন। আধুনিক এই মাস্কের লুক কিন্তু আপনাকে করে তুলতে পারে সবচেয়ে নজরকাড়া।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৪
Share:
০১ ১৩

করোনার পর থেকে নিত্যদিনের মূল্যবান সঙ্গী মাস্ক। তবে, করোনার দাপট খানিক কমে আপাতত কিছুটা স্বস্তি বাড়িয়েছে। বেড়েছে সুস্থতার হারও। কিন্তু তাই বলে তো আর মাস্ককে একেবারে ব্রাত্য না করা যায় না! সাবধানের মার নেই। পুজোর ভিড়ে তাই যদি সাজেরও অঙ্গ হয়ে ওঠে মাস্ক, তবে আপনিও থাকবেন সুরক্ষিত।

০২ ১৩

মাস্কের আড়ালে ঢাকা পড়ছে সাধের লিপস্টিক। অগত্যা মাস্কই বরং হোক ফ্যাশনেরও মূলমন্ত্র। ডিজাইনার মাস্ক না বেনারসী? নাকি তাল মেলাবেন যুগের হাওয়ায়? রইল তারই সুলুকসন্ধান।

Advertisement
০৩ ১৩

চেন দেওয়া মাস্ক: এ বারের পুজোর ফ্যাশনে হিট চেন দেওয়া মাস্ক। প্রিন্টেড কাপড়ের সঙ্গে চেন লাগানো মাস্কে ভিন্ন সাজে সেজে তাক লাগিয়ে দিতেই পারেন!

০৪ ১৩

প্রিন্টেড মাস্ক: এ বার পুজোয় নানা রঙের প্রিন্টেড মাস্ক বেশ সাড়া ফেলেছে। রকমারি পোশাকের সঙ্গে তার যুগলবন্দিতে নিজেকে করে তুলতে পারেন অনন্যা।

০৫ ১৩

ডিজাইনার মাস্ক: পোশাক যদি হয় ডিজাইনার, তা হলে মাস্ক কী দোষ করল? এই উৎসবের মরসুমে চাহিদা বেশি ডিজাইনার মাস্কেরই। পুজোয় এক্সক্লুসিভ লুকে চমকে দিয়েই দেখুন না!

০৬ ১৩

রংমিলন্তি মাস্ক: জামার রঙের সঙ্গে রং মিলিয়ে ম্যাচিং মাস্ক কিন্তু বেশ আকর্ষণীয়।পুজোর জামার সঙ্গে একই রকম মাস্ক রাখতে পারেন পছন্দের ঝুলিতে।

০৭ ১৩

সুতোর কাজ করা মাস্ক: রংবেরংয়ের সুতোর কাজে তৈরি করা মাস্কও কিন্তু হতে পারে এ বারের পুজোর ফ্যাশনে হিট। হালকা সাজের সঙ্গে বেশ মানায় এই ধরনের মাস্ক।

০৮ ১৩

দুর্গার মুখ আঁকা মাস্ক: পুজোতে ফ্যাশনের টপ লিস্টে কিন্তু এই ধাঁচের সাজ। ব্লাউজ থেকে শাড়ি, প্রায় সব কিছুতেই দুর্গার মুখ। বাজারে তাই রমরমিয়ে বিক্রি হচ্ছে এ রকম মাস্কও। চাইলে আপনিও এই ধরনের মাস্কে হয়ে উঠতে পারেন ট্রেন্ডিং।

০৯ ১৩

সিল্কের মাস্ক: মুর্শিদাবাদ সিল্ক বা বিষ্ণুপুরী সিল্কের কাপড়ে তৈরি এই মাস্ক কিন্তু বেশ আরামদায়ক। পুজোর ভিড়ে ঠাকুর দেখার সময়ে আরাম পেতে এই ধরনের মাস্কে ভরসা রাখতে পারেন।

১০ ১৩

চেক প্যাটার্নের মাস্ক: মেয়েদের জন্য একাধিক অপশন থাকলে ছেলেরাই বা বাদ যায় কেন! সে কথা মাথায় রেখেই ছেলেদের জন্য বাজারে এসেছে চেক প্যাটার্নের মাস্ক।পুজোর ফ্যাশনে ক্যাজুয়াল শার্টের সঙ্গে এমন মাস্ক কিন্তু নজরকাড়া।

১১ ১৩

একরঙা মাস্ক: এই সময়ে এক রঙা মাস্কও রয়েছে ফ্যাশনে। লাল, নীল, হলুদ কিংবা সবুজ- যে কোনও এক রঙের মাস্ক পশ্চিমি সাজে করবে বাজিমাত!

১২ ১৩

বিডস দেওয়া মাস্ক: মাস্কের সঙ্গে বিডস লাগানো। সঙ্গে আবার চেন। আধুনিক এই মাস্কের লুক কিন্তু আপনাকে করে তুলতে পারে সবচেয়ে নজরকাড়া।

১৩ ১৩

তবে মনে রাখবেন, যতই রকমারি মাস্ক ব্যবহার করেন না কেন, করোনা রোধে সারজিক্যাল মাস্কের জুড়ি মেলা ভার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement