Dashami of Bengali Celebs

দশমীর বিদায় উজ্জ্বল তারার মেলায়

ঋতুপর্ণা থেকে স্বস্তিকা। কোয়েল-মিমি থেকে অপরাজিতা-শুভশ্রী। দশমীর বিষাদেও আলোকময় হয়ে উঠলেন তাঁরা।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৭:২৮
Share:
০১ ১১

গতকাল ছিল দশমী। বাঙালিদের সেরা উৎসবের শেষ লগ্নের জানান হয়ে গিয়েছে ততক্ষণে। তবে তাতে কী? তারকাদের সাজপোশাকে ছিল ঠিক একই রকমের চমক।

০২ ১১

সমাজ মাধ্যমের পাতায় সেই সব ছবি ও মুহূর্ত ভাগ করে নিতেও ভোলেননি তাঁরা। এই প্রতিবেদনে দেখে নিন টলিপাড়ার নানা তারকাদের বিজয়ার সাজ।

Advertisement
০৩ ১১

ডুরে পাড় শাড়ি ও কালো ব্লাউজের সাজে স্বস্তিকা মুখোপাধ্যায় যেন পাশের বাড়ির গিন্নি। মাথায় ঘোমটা টেনে, হাতে চওড়া শাঁখার সাজে তাঁকে সমাজ মাধ্যমের পাতায় দেখা গিয়েছে দেবীকে বরণ করতে।

০৪ ১১

লাল সাদা শাড়ি ব্লাউজের সাজ, সঙ্গে বড় কালো টিপ, ব্যস, তাতেই বাজিমাত করেছেন পর্দার ‘দত্তা’ ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বরাবরই আবেদনময়ী, সেই মিল ছিল তাঁর এই দিনের সাজেও।

০৫ ১১

সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুজোকে ঘিরে তাঁর উন্মাদনার কথা জানেন না, এমন মানুষ খুব কম রয়েছেন। পুজোর সময় নিজের বাসভবনের পুজোয় নিজে হাতে তাঁকে কাজ করতে দেখা যায়, এমনকি তিনি অংশ নেন ধুনুচি নাচ থেকে শুরু করে গল্প, আড্ডা সবেতেই। উজ্জ্বল রঙের সাজে সারা পুজো কাটানো সেই মিমি ছিলেন একেবারে সাদামাঠা কুর্তিতে। মুখে প্রসাধন নেই বললেই চলে, ঠোঁটের হাসির রেখা ছাপিয়ে নজরে এসেছে তাঁর 'দশমী'র দিনের বিষাদের ছায়া।

০৬ ১১

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিজয়া দশমীর সাজের ছবি মন কেড়ে নিয়েছে বহু অনুরাগীর। দ্বিতীয়বারের জন্য সন্তাণসম্ভবা হওয়ায় এমনিতেই তিনি সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে তিনি।এই দিন তাঁর সাজ ছিল লাল-সাদা গরদে। ঘন কাজলের সাজের সঙ্গে নিজের হাতে, কানে ও গলায় ভারী সোনার গয়নার সাজকে তিনি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।

০৭ ১১

কলকাতার মল্লিক বাড়ির বিখ্যাত পুজোর কথা কেই বা না জানে। অভিনেত্রী কোয়েল মল্লিকের এই বছরের সাজেও ছিল লাল-সাদা সাবেকি ছোঁয়া। উঁচু গলা বোট নেক কেতার টকটকে লাল ব্লাউজ ও লাল পাড় সাদা শাড়িতে তাঁর সাজ যেমন নজরকাড়া তেমনই স্নিগ্ধ।

০৮ ১১

বাংলার রুপোলি পর্দার পরিচিত প্রিয় নাম, অপরাজিতা আঢ্য। তিনি গয়নার বিশেষ সমঝদার, সাজপোশাকের প্রতিও তাঁর বিশেষ টান। তিনি লাল-সাদায় সেজে উঠেছিলেন। সঙ্গে ছিল গা ভরা নানা নকশার সোনার গয়না। খোঁপা বাঁধা চুলে ছিল জুইয়ের মালা। যেন নিজেই লক্ষ্মী প্রতিমা!

০৯ ১১

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমাও পিছিয়ে থাকেন নি বিজয়ার আনন্দকে উপভোগ করার থেকে। জরি পাড় সাদা শাড়ির সঙ্গে সোনালি বুটির লাল ব্লাউজে বেশ মানিয়েছিল তাঁকে। প্রসাধহীন মুখের সাজে তাঁর সাজ ছিল স্নিগ্ধ।

১০ ১১

টলিপাড়ার পরিচিত তারকা দম্পতি নীল-তৃনা। নীলের পরণে দশমী উপলক্ষে ছিল কালো অ্যাপ্লিকের পাঞ্জাবি। আর তৃণা লাল শাড়ি ও ব্লাউজের সাজে উত্তাল তরঙ্গ বুঝি! বড় কলারের ঘিয়ে রঙের লেস বসানো ব্লাউজে তাঁকে অনবদ্য লাগছিল।

১১ ১১

রানী রাসমণির চরিত্রে অভিনয় করার পর থেকেই বাংলার ঘরে ঘরে সবাই তাঁকে একডাকে চেনে। আরও ছকভাঙা। অভিনয়ে দেখা গিয়েছে তাঁকে। কাঁচা হলুদ রঙের ব্লাউজের সঙ্গে টকটকে লাল শাড়ি, দিতিপ্রিয়া রায়ও সামিল ছিলেন বিজয়ার সাজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement