Swastika dutta pujo fashion

লাল শাড়িতে গোলাপ হয়ে ফুটলেন স্বস্তিকা

সেই স্বস্তিকা দত্ত এ বার নিজেকে ক্যামেরার সামনে সাজিয়ে তুলেছেন রাজকীয় কেতায়।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২১
Share:
০১ ০৮

নারীর সাজের কত বাহার! কখনও তিনি এক দম সাধারণ সাজে, আবার কখনও তাঁর সাজ নজর কাড়া ঝলমলে। সেই স্বস্তিকা দত্ত এ বার নিজেকে ক্যামেরার সামনে সাজিয়ে তুলেছেন রাজকীয় কেতায়।

০২ ০৮

লাল রঙের ভারী জারদৌসী কাজের লেহেঙ্গা ও ব্লাউজকে সঙ্গত দিয়েছে কোমর ছুঁয়ে আটকানো ফুরফুরে স্বচ্ছ লাল ওড়না।

Advertisement
০৩ ০৮

লাল রাজেন্দ্রাণীর এই সাজ যেন তন্বী শরীরে প্রেমের আগুন ধরিয়ে দেয়।

০৪ ০৮

ভারী পোশাকের সঙ্গে মানিয়ে হালকা উজ্জ্বল মুখের সাজ। তাঁর দু চোখের ভাষায় রয়েছে কাজলের আলতো ছোঁয়া। ঈষৎ ফাঁক করে রাখা পুরু ঠোঁটের আবেদন মাত্রা ছাড়াচ্ছে যেন!

০৫ ০৮

কানে কোনও গয়না নেই, তাতে কী? মাথায় রাজস্থানি কাজ করা মাথাপট্টি, সঙ্গে ভারী নাকের নথ আর চওড়া পাথরের কাজ করা গলার হার। মোহময়ী অভিনেত্রীর রূপের চটকে মাত সাত থেকে সত্তর সবাই!

০৬ ০৮

পর্দায় দুঁদে অভিনেত্রী হিসেবে এখনই অনেক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাঁর হাতের লুকোচুরি খেলার ফাঁকে, লাস্যময়ী চোখের ইশারা যেন এক প্রেমের কবিতা। দুই হাত তাঁর রাঙা। যেন নব বধূর লজ্জা টকটকে দুই গাল। পরিণয়ের সাজে আজ যেন তিনি লজ্জাবতী।

০৭ ০৮

সোনালি সাজ পোশাক সম্পুর্ণ মানিয়েছে তাঁর সাজের সঙ্গেই। তিনি প্রেমিকের পথ চেয়ে বসে থাকা যুবতী যেন, তিনি অপেক্ষায় কোনও শুভক্ষণের।

০৮ ০৮

রুপোলি পর্দার অভিনেত্রীতে মন মজেছে সকল মানুষের। কোনও অমোঘ টানে তিনি ফিরে ফিরে চাইছেন। কীসের সেই টান? খোঁজ নিল আনন্দবাজার পত্রিকা অনলাইন। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

মডেল- স্বস্তিকা দত্ত চিত্রগ্রাহক- সৌম্য সিংহ সাজ ও ভাবনা-প্রান্তিকা চক্রবর্তী হেয়ার - আম্রপালি পোশাক শিল্পী- কুশল চ্যাটার্জি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement