উৎসব-অনুষ্ঠান এলেই লাভলি মৈত্র বিধায়ক থেকে সুগৃহিণী। মঙ্গলবার ধুমধাম করেই লক্ষ্মীপুজো হল তাঁর বাড়িতে। পুজোর ছবি আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী।
দুর্গাপুজোর সময়ে লাভলি বলেছিলেন, সারা বছর পাশ্চাত্য পোশাক পরলেও উৎসবে তিনি নিখুঁত বাঙালিনী। সেই মতো এ দিনও তিনি শাড়িতে সুন্দরী। বেছে নিয়েছিলেন মেরুন রঙের ভারী সিল্ক।
লক্ষ্মীপুজোয় প্রায় সব মেয়েই সালঙ্কারা। লাভলির সাজেও এ দিন ছিল সোনার গয়না। আটপৌরে শাড়িতে, মাথায় ঘোমটা টেনে বিধায়ক এক মনে আরাধনা করেছেন দেবীর।
ভোগ হিসেবে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, তরকারি, চাটনি, মিষ্টি, ফল, লুচি ও সুজি। ভোগ রাঁধেননি। তবে নিজে হাতে বেছে প্রতিমা কিনেছেন। তাঁর সাজসজ্জাও লাভলির পছন্দের।
হোম-যজ্ঞ বিধায়কের বাড়ির পুজোর অঙ্গ। তবে ভোগে আমিষের ছোঁয়া থাকে না।
এ বছর করোনা-কাল। তাই মঙ্গলবার লাভলির বাড়ির পুজোয় উপস্থিত শুধু পরিবারের সদস্যরাই। আর হাতেগোনা দু-চার জন বন্ধু। অন্যান্য বছরের মতো অতিথি সমাগম হয়নি।