Tollywod

Durga Puja 2021: যশরত আর রাজশ্রী, পুজোর সাজে ভালবাসার রং দিয়ে যায় চেনা

টলিউডের পুজোর সাজ। কী ভাবে আনন্দে মাতলেন তারকারা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৩:০০
Share:
০১ ২০

রাজ-শুভশ্রীর পুজোর সাজ।

০২ ২০

শারদ সাজে নুসরত জাহান আর যশ দাশগুপ্ত।

Advertisement
০৩ ২০

অষ্টমীর রাতে মণ্ডপে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অংশ নিলেন সন্ধিপুজোয়।

০৪ ২০

ঠাকুর দেখার ফাঁকে তিন বোন। বিদিশা দেবরাজ, বিদীপ্তা চক্রবর্তী আর সুদীপ্তা চক্রবর্তী।

০৫ ২০

মিথিলাও বলেন, সৃজিতের জীবনে না কি বড় জায়গা জুড়ে আছেন অনির্বাণ। পুজোর সেই দু’জনেরই জমাটি আড্ডা। মিথিলা কি বাদ?

০৬ ২০

প্রযোজকের পুজো-সাজ। নিসপাল সিংহ রানে আর কোয়েলের সঙ্গে আড্ডা জমল দেব, মহেন্দ্র সোনির।

০৭ ২০

দাড়ি নিয়ে বাড়াবাড়ি। অষ্টমীর আড্ডায় রুদ্রনীল ঘোষ আর কৌশিক গঙ্গোপাধ্যায়।

০৮ ২০

পুরনো বন্ধুত্ব পুজোয় বাড়ে। যিশু আর রুদ্রনীল।

০৯ ২০

আবাসনের তারকারা। ঠাকুর দেখার ফাঁকে রাজ-শুভশ্রীর সঙ্গে সস্ত্রীক অরিন্দম শীল।

১০ ২০

জয়া আহসানের উৎসব-সাজ।

১১ ২০

পুজোর সন্ধ্যায় সপরিবার বিরসা দাশগুপ্ত।

১২ ২০

নেটমাধ্যমে এই ছবিতেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন রুক্মিণী মৈত্র।

১৩ ২০

নবমীতে সাবেক বাঙালি-সাধে ইশা সাহা।

১৪ ২০

‘প্রিয়জন’ রণজয় বিষ্ণুর সঙ্গে ঠাকুর দেখতে বেরলেন সোহিনী সরকার।

১৫ ২০

নবমীতে জমকালো আবীর চট্টোপাধ্যায়।

১৬ ২০

নবমী নিশিতে প্রতিমা দর্শনে বনি সেনগুপ্ত আর কৌশানী মুখোপাধ্যায়।

১৭ ২০

পুজোর সাজে মধুমিতা সরকার।

১৮ ২০

ছেষট্টি পল্লী। মেয়েদের হাতেই মায়ের পুজো। মণ্ডপ ঘুরে দেখলেন ঋতাভরী চক্রবর্তী।

১৯ ২০

ঋতাভরী সাজলেন চিরন্তনী বাঙালি সাজে।

২০ ২০

ঘরের পাশেই পুজো। ঋতাভরীর সঙ্গী প্রিয় ‘টেডি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement