টালা প্রত্যয়ের এ বছরের থিম ‘নির্বাধ’।
শিল্পীর হাতের নিখুঁত নকশায়, লাল-নীল আলোয় সেজে উঠেছিল টালা প্রত্যয়ের মণ্ডপ।
মায়ের মৃন্ময়ী রূপেও ছিল সেই একই ভাবনার প্রতিফলন।
বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের মণ্ডপে বসেছিল রঙের মেলা।
রংচঙে মণ্ডপে কৃত্রিম মেঘের সঙ্গে মিলেমিশে শরতের নীল আকাশটাই যেন ঢুকে পড়েছিল মণ্ডপসজ্জারয়।
বেলগাছিয়ার এই পুজোয় চোখ টেনেছে দর্শকের ছিমছাম সজ্জাও ।
মা দুর্গা মহিষাসুরমর্দিনী রূপে পূজিত, তবে হাতে ছিল না কোনও অস্ত্র। বরং, আলতায় রাঙানো হাতে নাচের মু্দ্রা।
ফড়িয়াপুকুরে নর্থ ত্রিধারায় এ বছর পুজোর ভাবনায় জায়গা করে নিয়েছে ফুটবল।
‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।’ বাঙালির সেই ফুটবল-পাগলামিই উঠে এল মণ্ডপসজ্জায়।
ভাবনায় বাঙালির ফুটবল-ইতিহাস। সেই ঐতিহ্যকেই শ্রদ্ধাঞ্জলি ফরিয়াপুকুরের এই পুজোয়।
প্রতিমা অবশ্য একেবারে সাবেক সাজে। ছবি: অতনু সাউ।