Durga Puja 2020

কোথাও ঘটপুজো কোথাও থিমে মানবিক মুখ, পুজো দেখুন ঋতাভরীর সঙ্গে

৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় তন্বী তারকা ঋতাভরী চক্রবর্তীর বাছাই চেতলা অগ্রণী, হিন্দুস্তান পার্ক, কাশী বোস লেন, নাকতলা উদয়ন সঙ্ঘ এবং বেলেঘাটা ৩৩ পল্লি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ২০:০১
Share:
০১ ১১

ঘরবন্দি মনখারাপের পুজো। তাতেই এ বার ঠাকুর দেখার আনন্দ। এবং পুরোটাই ভার্চুয়াল। আমাদের এই ৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় তন্বী তারকা ঋতাভরী চক্রবর্তীর বাছাই চেতলা অগ্রণী, হিন্দুস্তান পার্ক, কাশী বোস লেন, নাকতলা উদয়ন সঙ্ঘ এবং বেলেঘাটা ৩৩ পল্লি।

০২ ১১

চেতলা অগ্রণীর থিমে এ বছরের চলমান দুঃসময়। মণ্ডপ উড়ন্ত বাজপাখির আদলে।

Advertisement
০৩ ১১

মা দুর্গা একাকী দাঁড়িয়ে। পায়ের কাছে ছোট্ট লক্ষ্মী-গণেশ এবং কার্তিক-সরস্বতী।

০৪ ১১

মায়ের বরে স্বপ্নপূরণের গল্প বলছে হিন্দুস্থান পার্ক সর্বজনীন।

০৫ ১১

মণ্ডপ থেকে প্রতিমা- সবই সেজে উঠেছে গাঢ় লাল রঙে।

০৬ ১১

কাশী বোস লেনে এ বারের থিম ‘ঘট’।

০৭ ১১

এই দুর্দিনে শুধু ঘটপুজোতেই সামিল হয়েছে এই পুজো কমিটি।

০৮ ১১

নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতেও শরতের আকাশে ব্যথার সুর।

০৯ ১১

মেঘে ঢাকা মণ্ডপসজ্জায় চোখ টানে রংবাহারি প্রতিমা।

১০ ১১

বেলেঘাটা ৩৩ পল্লি-র ভাবনায় ‘স্বজন’ হয়ে উঠেছে এই আকালে নিঃস্ব হতে বসা মানুষ।

১১ ১১

হকার থেকে ফুচকাওয়ালা, বেলু্নওয়ালা থেকে নাগরদোলা সবই এই পুজোয় মণ্ডপসজ্জার অঙ্গ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement