Durga Puja 2020

নূতনের বিকিনি, মধুবালা-জিনাতের ডিপ কাট ড্রেস, রেট্রো ডিভাদের এই সব লুকস আপনার চাই?

এ বারের পুজোটা না হয় বাড়িতেই কাটাচ্ছেন, তা বলে কি সাজবেন না? পুজোয় রেট্রো সাজেই অনন্যা হতে পারেন আপনিও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১২:৩০
Share:
০১ ১৯

এ বারের পুজোটা না হয় বাড়িতেই কাটাচ্ছেন, তা বলে কি সাজবেন না? অতীত দিনের নায়িকাদের দেখা গিয়েছে সাহসী লুকসে। পুজোয় রেট্রো সাজেই অনন্যা হতে পারেন আপনিও। ঘরে হোক বা বাইরে,সাবধানতা মেনে লং ড্রাইভ আর সমুদ্র যদি আপনার পুজোর প্ল্যানে থাকে। তাহলে বিচওয়্যার হিসেবে রেট্রো লুকসে নূতনের মতো সাহসী হবেন নাকি!

০২ ১৯

মধুবালা। সৌন্দর্যের অপর নাম এ কথা নিন্দুকেও স্বীকার করবেন। শুধু একটা সনাতনী শাড়ি। আর কিছুই না। অলস দুপুরে এই সাজেই পূজাবার্ষিকীর পাতা উল্টাতেই পারেন। কিংবা অন্যরকম কিছু চাইলে সাজতে পারেন গাউনে। প্রিয় জনের মধুবালা হলে আপত্তি কোথায়!

Advertisement
০৩ ১৯

তবে বাড়ির ছাদে পুজোর ছুটি, আর প্রতিবেশীর সঙ্গে আড্ডার পরিকল্পনা থাকলে, দেখুন তো। এমন সাজতে ইচ্ছে করছে কি না। ক্যাজুয়াল ট্রাউজার। স্লিভলেস টপ ইন করে পরুন। সঙ্গে একটা স্কার্ফ আর এলোমেলো চুল। ডিজাইনার অভিষেক দত্ত কিন্তু বলছেন, এই ধরনের ফ্যাশন আবারও ফিরে আসছে।

০৪ ১৯

বাড়িতে গাছপালা রয়েছে? কুর্তি আর জাঙ্ক জুয়েলারি পছন্দ? দেখুন তো প্রিয় নায়িকা বৈজয়ন্তীমালার সঙ্গে এ সাজ মেলে কি না।ভারী হার, লকেট, হাত ভর্তি চুড়ি। আর সঙ্গের ওড়নাটাই অন্যরকমভাবে জড়িয়ে নিতে পারেন। কুর্তির সঙ্গে পালাজো চলতে পারে, বেশ আরামপ্রদ। চলতে পারে ট্রাউজারও। এ ছাড়াও কুর্তির সঙ্গে এ ভাবে সেজে শাড়ির আঁচল ঘোরালেই রেট্রো লুকসে আপনিই পুজোর মুখ।

০৫ ১৯

গাউন পরতে ভালবাসেন? চুল নিয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না। ম্যাক্সি ড্রেসের সঙ্গে চুলের সাজ হোক অতীত দিনের নায়িকা সাধনার মতো।বিশেষ করে অল্প চুল যাঁদের, তাঁরা এমন সাজতে পারেন, পরামর্শ অভিষেকের।

০৬ ১৯

যাঁদের বেশ ঘন চুল। কালো নেটের গাউনের সঙ্গে চুলের সাজ হোক অতীত দিনের নায়িকা ববিতার মতো। ডোনাট বান করতে পারেন আপনি সহজেই।

০৭ ১৯

পুজোর দিনে বাইরে একান্তই বেরলে শিফন বেছে নিতে পারেন। সঙ্গে হালকা মুক্তোর গয়না। খানিকটা চুল সামনে এসে পড়ছে। একটা ক্লিপ দিতে পারেন একপাশে। দেখুন তো ড্রিম গার্ল হেমা মালিনীর মতো লাগছে নিজেকে?

০৮ ১৯

হেমা তো গাউনেও বাজিমাত করেছেন। স্লিট ছিল অর্থাৎ কাটা ছিল এক পাশে। আর ছিল স্টাইলিশ স্কার্ফও। বাড়িতে বন্ধুদের আড্ডায় এমন সাজবেন নাকি? এই পোশাকে হেমা ঝড় তুলেছিলেন দর্শকের মনে। আপনার জন্য তো সেলফি রয়েইছে!

০৯ ১৯

গাউনের কথা এল আর বলিউডের ফ্যাশন ডিভা জিনাত আমনের কথা আসবে না? এমন কি হয়! জিনাত লং গাউনের সঙ্গে বেছে নিয়েছিলেন হালকা একটা জাঙ্ক হার এবং বালা। এ গাউনের নেক কাট কিন্তু একটু গভীর। পরবেন কি না, ঠিক করবেন আপনি। জিনাতের এই লুকসই পুজোর কমফর্ট জোন হয়ে উঠতে পারে, জানালেন সাহানা বুটিকের কর্নধার পারমিতা

১০ ১৯

পরভীন বাবির মতো ফ্রিল দেওয়া পোশাক থাকলে। ঠোঁটে গাঢ় লিপস্টিক পরুন। কাজল লাগান ঘন করে। বাড়িতে থাকলে সাজলে মন ভালই হবে। পরভীন কিন্তু ফ্রিল দেওয়া ফ্রকের সঙ্গে ভারী জাঙ্ক জুয়েলারি ক্যারি করেছিলেন। দেখুন তো আপনাকে এই লুকসে কেমন লাগে।

১১ ১৯

পুজোর অষ্টমীতে শাড়ি, লম্বা বিনুনি, লাল টিপ আর হালকা সোনার গয়না। জয়াপ্রদা তো কাঁপন ধরিয়েছিলেন সনাতনী বেশে। এ বার আপনার পালা।

১২ ১৯

জয়া কিন্তু পশ্চিমী পোশাকেও সাবলীল। বন্ধুদের আড্ডায় জিন্সের শার্ট আর একটা জাঙ্ক দুলেই স্টাইল সম্পূর্ণ হতে পারে আপনার। জাঙ্ক দুলই হতে পারে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। জুয়েলারি ডিজাইনার টুম্পা মণ্ডল জানালেন এ কথা। তবে এ দুল পরে বেরলে বাড়ি ফিরে স্যানিটাইজ করতে ভুলবেন না যেন।

১৩ ১৯

বন্ধুদের আড্ডায় ঢিলেঢালা কুর্তির সঙ্গে চুলে পনিটেল। চোখে ঘন কাজল আর একটা স্কার্ফ। ডিম্পল কাপাডিয়ার মতো ফ্যাশন আইকন তো এতেই বাজিমাত করেছেন, এ বার আপনার পালা।

১৪ ১৯

লং গাউন বা লংস্লিভ টপ ও কুলোট্টে পরলে একটা বেল্ট পরে নিন। লুকস একেবারে বদলে যাবে। বাইরে না বেরলে চুল খোলা রাখতেই পারেন। স্মার্ট ড্রেসিং বলতে যা বোঝায়, এক্কেবারে তাই। ডিম্পলের এই লুকসে আপনিই পুজোর রেট্রো গার্ল।

১৫ ১৯

স্মার্ট ড্রেসিংয়ে কিন্তু নার্গিসও কম যান না। বেলবটম কিংবা লং ট্রাউজারের সঙ্গে স্লিভলেস লিনের শার্ট আর ফ্ল্যাট পাম্প শু। চুল একেবারে টান টান করে ডোনাট বান করা। এভাবেও সাজতে পারেন কিন্তু। জুয়েলারি লাগবে না। লিপস্টিকের ছোঁয়া থাকুক ঠোঁটে।

১৬ ১৯

পুজোয় ফিরে আসছে সাইকেডেলিক ফ্যাশন, ফিরছে পোলকা ডট, জানালেন অভিষেক দত্ত। নূতনকে দেখা গিয়েছিল এমনই একটা পোলকা ডট টপে। পোলকা ডট টপের সঙ্গে নূতন মাথায় বেঁধেছিলেন একটি স্কার্ফও। মুক্তঝরানো হাসি সঙ্গে থাকলে আপনার নূতন হওয়া কে আটকায়!

১৭ ১৯

মেসি বান, ট্যাঙ্ক টপ আর ট্রাউজার। সঙ্গে রোদচশমা। শর্মিলা ঠাকুর যদিও দুল পরেছিলেন একটা ছোট। চোখের মেক-আপেই নজর কেড়েওছিলেন, বিশেষ করে আইলাইনারের টানে। সে সময়ের দর্শকের কাছে হট ফ্যাশন ডিভাদের এক জন ছিলেন শর্মিলা। আপনি দেখুন তো ষষ্ঠীর দিন সকালে এই পোশাকে কেমন লাগে আপনাকে।

১৮ ১৯

শর্মিলা বাঙালি। আর বাঙালি তনয়া মানেই শাড়িতে অনন্যা। সিল্কের শাড়ি, সঙ্গে ভারী গয়না। পুজোর সময় এ সাজ অনেকেরই পছন্দ। চোখের মেক-আপ হোক একটু ভারী। সপ্তমীর বিকেলে পাড়ার মণ্ডপে ঢুঁ মারার ইচ্ছে হলে এমন সাজা যেতেই পারে।

১৯ ১৯

একেবারে ক্যাজুয়াল লুকস পছন্দ হলে শর্ট ফ্রক উইদ লং স্লিভস পরে দেখতে পারেন। এই ফ্রক হবে শার্ট কলারের। চুল থাকবে খোলা। ব্যস, নীতু সিং হওয়া আর কে আটকায়। তবে মনে রাখবেন, ফ্যাশনআপনার ব্যক্তিত্বের পরিচয়। আর দায়িত্বশীল নাগরিক হিসেবে ফ্যাশনের অঙ্গ করে নিন ত্রি-স্তরীয় মাস্ককে। সামাজিক দূরত্ববিধি, মাস্ক আর রেট্রো লুকস। পুজোয় আপনিই ডিভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement