অন্য রকম পুজোয় স্বস্তি ফিরল টলিউডে। ফিরে এল বড় পর্দায় ছবি দেখার মজা। এল হাতে গরম পুজো রিলিজ। হোক না মাস্ক-স্যানিটাইজার-থার্মাল স্ক্রিনিংয়ে ‘নিউ নর্ম্যাল’ সিনেমা দেখা, দর্শকরাও তাতেই খুশি নিঃসন্দেহে।
উৎসবের প্রথম দিনেই শহরে বড় পর্দায় মুক্তি পেল দু’টি বাংলা ছবি। এসভিএফ-এর ‘ড্রাকুলা স্যর’ এবং রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্ট-এর ‘গুলদস্তা’। ড্রাকুলা স্যর-এর ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য এবং ‘গুলদস্তা’র ডলি বাগরা-রূপী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখতে এত দিন মুখিয়ে ছিলেন দর্শককুল।
আইনক্সে ‘গুলদস্তা’র প্রিমিয়ার হল যাবতীয় করোনা-সুরক্ষাবিধি মেনেই। উপস্থিত ছিলেন ছবির শিল্পী-কলাকুশলীরা সকলেই।
এ ছবির হাত ধরেই টলিউডে যাত্রা শুরু করল এই নতুন প্রযোজনা সংস্থা। ছবিটির প্রযোজকেরা জানালেন, বাংলা ছবির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নতুন মুখেদের সুযোগ দেওয়া তাঁদের লক্ষ্য।
অর্জুন দত্ত পরিচালিত ‘গুলদস্তা’য় মূল তিন চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অনুভব কাঞ্জিলাল, ঈশান মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ।
ডলি, শ্রীরূপা এবং রেণু- তিন কন্যের জীবনের লড়াই, সেই লড়াই একই বিন্দুতে এসে মিলেমিশে যাওয়া এবং শেষমেশ তিন জনের জিতে যাওয়ার এই সফরে হরেক মুহূর্ত, টানাপড়েন ঘিরে এগিয়েছে ‘গুলদস্তা’র গল্প। তথ্য সহায়তা: সোমোশ্রী দাস।
এ ছবিতে স্বস্তিকাকে দেখা গিয়েছে মারওয়াড়ি বধূ থেকে পাড়ায় জনপ্রিয় দক্ষ সেলসগার্ল হয়ে ওঠা ডলি বাগরা-র চরিত্রে। তাঁর আধা বাংলা-আধা হিন্দিতে মিষ্টি সংলাপ মন কেড়েছে দর্শকদের। অন্য দুই নারী চরিত্রে পাল্লা দিয়ে চোখ টেনেছেন দেবযানী এবং অর্পিতাও।
নামী প্রযোজনা এসভিএফ-এর ব্যানারে বহু প্রতীক্ষিত ছবি ‘ড্রাকুলা স্যর’-এর প্রিমিয়ার হল আইনক্স (কোয়েস্ট)-এ। ‘নিউ নর্ম্যাল’ ছবি দেখার যাবতীয় বিধিনিষেধ মেনেই উপস্থিত ছিলেন শিল্পী-কলাকুশলীরা।
শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজিত এই ছবিটির পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন দেবালয় ভট্টাচার্য। এবং অবশ্যই কেন্দ্রীয় চরিত্র ড্রাকুলা স্যরের ভূমিকায় রয়েছেন এ সময়ের জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য। অপর প্রধান চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী।
এক সাদামাঠা প্রাইমারি স্কুল শিক্ষকের দু’টি বেখাপ্পা দাঁতের সৌজন্যে ছাত্রেরা তাঁকে আড়ালে ডাকে ড্রাকুলা স্যর বলে। নিপাট ভালমানুষ, গোবেচারা সেই শিক্ষকের জীবন সেই ঠাট্টার প্রতিকূলতা পেরিয়ে শেষমেশ কোন খাতে বইল, সেটাই এ ছবির গল্প।
কালো পাঞ্জাবির ঝকঝকে সাজে ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন ড্রাকুলা স্যর স্বয়ং। উজ্জ্বল গোলাপি শাড়ির গ্ল্যামারে পাল্লা দিলেন মিমিও।
‘ড্রাকুলা স্যর’ ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিকের মতো বলিষ্ঠ অভিনেতারা। প্রিমিয়ারে দেখা গেল টলিপাড়ার কিছু পরিচিত মুখকেও। তথ্য সহায়তাঃ স্রবন্তী বন্দ্যোপাধ্যায়, পরমা দাশগুপ্ত।