ঘরবন্দি মনখারাপের পুজো। তাতেই এ বার ঠাকুর দেখার আনন্দ। এবং পুরোটাই ভার্চুয়াল। আমাদের এই ৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় জনপ্রিয় গায়ক অনুপম রায়ের নজর কেড়েছে খিদিরপুর ২৫ পল্লি, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, হাতিবাগান সর্বজনীন, কাঁকুড়গাছি স্বপ্নের বাগান এবং দমদম পার্ক ভারত চক্রের থিম।
লকডাউনের প্রেক্ষাপটে খিদিরপুর ২৫ পল্লি সর্বজনীনের মণ্ডপে হাজির বিরাটাকার একটি ঝাঁটা।
ঝাঁটা-ঝুড়ির শিল্পকর্মেই সেজেছে মণ্ডপ ও তার অন্দর। প্রতিমার সাজ আঞ্চলিক ধাঁচে।
বাদামতলা আষাঢ় সঙ্ঘে থাকছে অপু-দুর্গার গল্প। পথের পাঁচালী গল্পের প্রেক্ষাপটেই মণ্ডপসজ্জা।
ঠাকুরদালানে অবাক চোখে অপু তাকিয়ে মা দুর্গার দিকে। যেন তার দিদির মতোই দেখায়।
হাতিবাগান সর্বজনীনের থিম কাগজের কোলাজ।
মণ্ডপ থেকে চালচিত্র- সব কিছু সেজে উঠেছে কাগজের শিল্পকর্মে।
কাঁকুড়গাছি স্বপ্নের বাগানে এ বার অনাড়ম্বর পুজো। মণ্ডপ ঠাকুরদালানের ধাঁচে।
এ পুজোর উদ্যোক্তারা চান পৃথিবীর অসুখ সেরে যাক তাড়াতাড়ি।