কোন কোন মণ্ডপ না দেখলেই মিস? হ্যাটা হতে হবে বন্ধুদের কাছে? রইল সে সবের হদিশ।
আরুপাড়া মিলন সংঘের পুজো তার মধ্যে অন্যতম। আলো-আঁধারির খেলায় এক মায়াবী আলো ছড়িয়ে রয়েছে মণ্ডপ জুড়েই। রয়েছে শিল্পের ছোঁয়া।
মহালয়ার পর থেকেই মানুষ আসতে শুরু করেছে প্যান্ডেলে। উৎসাহী দর্শক পুজো শুরুর আগেই ঘুরে আসছেন আরুপাড়া মিলন সংঘের ভিড় এড়ানোর জন্য।
চিত্তরঞ্জন স্মৃতি মন্দির বরাবরই হাওড়ার সেরা পুজোগুলির অন্যতম। এ বছরও এখানকার প্রতিমার স্নিগ্ধ রূপ প্রশংসিত হয়েছে দর্শনার্থীদের কাছে।
এখানকার অপরূপ মণ্ডপসজ্জা দেখতে দর্শনার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। মণ্ডপসজ্জা হয়েছে মাদুর, বেতের ঝুড়ি, কাশফুলের মতো সামগ্রী দিয়ে।
সরস্বতী ক্লাব হাওড়ার নামকরা পুজোগুলির একটি। প্রতি বছরই মণ্ডপসজ্জায় চমক থাকে এদের। এ বার রঙিন আলোকের সাজে সেজে উঠেছে এই মণ্ডপ।
প্রতিমাসজ্জায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। প্রতিমার স্নিগ্ধরূপ নজর কেড়েছে দর্শনার্থীদের।
কল্যাণ পল্লি সর্বজনীন মণ্ডপে এক অপরূপ স্নিগ্ধ রূপে বিরাজমান মা দুর্গা।
প্যান্ডেলে ঢুকেই চোখে পড়বে এক মায়াবী পরিবেশ। প্রতিমা সজ্জায় আছে নজরকাড়া শিল্পনৈপুণ্য।
প্যান্ডেলে ঢুকেই চোখে পড়বে এক মায়াবী পরিবেশ। প্রতিমা সজ্জায় আছে নজরকাড়া শিল্পনৈপুণ্য।
থিম পুজো নয়, বরং সাবেকিয়ানায় ভরসা রেখেছেন কামারডাঙা শীতলাতলার উদ্যোক্তারা।
প্রতি বছরের মতো এ বারও ওলাবিবিতলা তাদের অভিনবত্ব বজায় রেখেছে।
এদের প্রতিমা ও মণ্ডপসজ্জায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আলোতেও রয়েছে বাহারি চমক।
রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাবের প্রতিমার সাজ একেবারে ভিন্ন। মায়ের সেই স্নিগ্ধ রূপ নজর কেড়েছে দর্শনার্থীদের।
প্রতিমার রূপে থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। মা দুর্গার মনভোলানো সেই রূপে মুগ্ধ হবেন আপনিও।
সালকিয়া আলাপনী ক্লাবের পুজোয় সব বছরেই থাকে বিশেষ চমক।
সালকিয়া আলাপনী-র প্রতিমাসজ্জায় রয়েছে সাবেকিয়ানা। এই মণ্ডপের অভিনবত্ব ছোট-বড় সবাইকে মুগ্ধ করছে।
সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং-এর পুজো প্রতি বছরের মতো এ বছরও চোখ টেনেছে দর্শনার্থীদের।
নীলাভ আলোকসজ্জায় এক মায়াবী আলো ছড়িয়ে রয়েছে মণ্ডপ জুড়েই। বিগ্রহ এই আলোয় আরও মায়াবী হয়ে উঠেছে।