বিজয়া দশমী এলেই বাঙালির মনখারাপ। মায়ের কৈলাস পাড়ি দেওয়ার তিথি। তবে উৎসবমুখর বাঙালি এই দিনকেও সাজিয়ে তুলেছে নিজস্ব রীতিতে। আপনার প্রিয় সেলেবরা কী ভাবে বিদায় জানালেন মাকে? কী বার্তাই বা দিলেন অনুরাগীদের?
টলিউডের জনপ্রিয় জুটি রাজ-শুভশ্রী। গত বছর বিয়ের পর প্রথম বার একসঙ্গে সিঁদুর খেলেছিলেন এই তারকা জুটি। এ বছরও তাঁদের উৎসাহ ছিল তুঙ্গে।
এ বছরও তার ব্যতিক্রম নয়। লাল পাড় সাদা শাড়িতে শুভশ্রী বরণ করে নিলেন মা দুর্গাকে। তবে রাজও কিছু কম যান না! স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে লাল সুতোর কাজ করা কুর্তায় রাজ যেন ‘মিস্টার পারফেক্ট’।
রোশনের সঙ্গে কিছু দিন আগেই গাঁটছড়া বেঁধেছেন শ্রাবন্তী। প্রথম বার একসঙ্গে মাকে বরণ করে নিলেন ওই জুটি। শ্রাবন্তীর গালে সিঁদুরের ছোঁয়া তাঁকে করে তুলেছিল মোহময়ী।
রাজ-শুভশ্রী, রোশন-শ্রাবন্তীকে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও দেখা গেল। শ্রাবন্তী আর শুভশ্রীর হাতে শোভা পাচ্ছিল বরণডালা।
শুভশ্রী-শ্রাবন্তীর সঙ্গে সিঁদুর খেলায় যোগ দিয়েছিলেন অভিনেত্রী পায়েল সরকারও। শেষ বেলায় মাকে বরণ করে নিলেন তিনিও।
সারা পুজোতে নিখিলের সঙ্গে চুটিয়ে ঘুরেছেন নুসরত। বিজয়া দশমীতে ভক্তদের উদ্দেশেও দেবীর কাছে মঙ্গল কামনা করেছেন তিনি। জানিয়েছেন বিজয়ার শুভেচ্ছাও।
অন্য দিকে মল্লিক বাড়ির পুজোতে কোয়েলও মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়। হাজার হোক, বাড়ির পুজো বলে কথা! আলাদা উদ্দীপনা তো থাকবেই।
অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ছেলে সহজকে সঙ্গে নিয়েই বরণ করে নিলেন মাকে। মনে মনে দুর্গা মায়ের কাছে কী চাইল সহজ? তা জানা নাগেলেও লাল টি শার্টে সহজ একেবারে ‘হ্যান্ডসাম হাঙ্ক’।
আবার ভক্তদের উদ্দেশ্যে টলি টাউনের ‘হার্টথ্রব’ আবির চট্টোপাধ্যায়ের বার্তা, ‘বিজয়া দশমীর শুভেচ্ছা ও কোলাকুলি।ভালো থেকো সব্বাই।’
ছোট পর্দার চেনা মুখ মধুমিতাও ভক্তদের জানিয়েছেন বিজয়ার শুভেচ্ছা। লাল-সাদা শাড়িতে তাঁকে অনবদ্য দেখাচ্ছিল।
বাদ গেলেন না 'দুর্গা দুর্গেশ্বরী'- ধারাবাহিকের প্রধান চরিত্র সম্পূর্ণা মণ্ডলও। চুটিয়ে সিঁদুর খেললেন তিনিও।