ঋতুপর্ণ ঘোষ থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়। কেরিয়ারে পেয়েছেন নামজাদা সব পরিচালককে। নিজেকে ‘পরিচালকের নায়িকা’ বলেই দাবি করেন, রাইমা সেন।
পুজোর পরেও কাজের তালিকাটা লম্বা। প্রীতি সিংহের পরিচালনায় তাঁর আসন্ন হিন্দি ছবি ‘আলিয়া বসু গায়ব হ্যায়’ বাইসেক্সুয়াল প্রেমের কথা বলবে।
এই ছবিতে রাইমার সঙ্গে অভিনয় করেছেন বিনয় পাঠক, সালিম দিওয়ান। এ ছাড়া এ বছর প্রচুর ওয়েব সিরিজে দেখা যাবে রাইমাকে।
জি ফাইভের 'লাভ স্লিপ রিপিট' সিরিজে নতুন অভিনেতা অংশুমান মলহোত্রর সঙ্গে অভিনয় করে তিনি যারপরনাই খুশি। অকপটে করেন অংশুমানের প্রশংসা।
'হ্যালো' ওয়েব সিরিজে অভিনয় করে ইতিমধ্যেই রাইমা চমকে দিয়েছেন দর্শকদের। এই সিরিজের তৃতীয় সিজনেও কাজ করবেন রাইমা।
এ ছাড়াও অনেক ওয়েব সিরিজে অভিনয় করার অফার রয়েছে সামনেই। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় শর্ট ফিল্মের কাজ শুরু করার বিষয়েও এগিয়েছে কথা।
তা বলে পুজোর মুখে কি শুধুই কাজ? জানালেন, পুজো মানেই একগাদা মন ভাল করা স্মৃতি সঙ্গে উপহারের টান তো আছেই। ‘‘মা আমায় শপিং-এ নিয়ে যায়, প্যাম্পার করে। প্রচুর কেনাকাটা হয়’’— শেয়ার করলেন নায়িকা।
যতই ওয়েস্টার্ন আউটফিট পরুন না কেন, পুজোয় সাজবেন খাঁটি বাঙালি সাজে। হালকা অথচ রংচঙে শাড়িই থাকবে প্রিয় পোশাকের তালিকায়।
আম্মা সুচিত্রা সেনের মতো তাঁকে দেখতে— এই কথা কেরিয়ারের প্রথম দিন থেকে তিনি শুনে আসছেন। এই প্রশংসাকে মনে মনে প্যাম্পার করেন নিজেও।
‘‘ইন্ডাস্ট্রিতে আমার চোখের মেক আপও সুচিত্রা সেনের চোখের কথা ভেবে করা হয়। আমি এই তুলনা এখন উপভোগ করি’’ জানালেন রাইমা সেন। (পরিকল্পনা ও রূপায়ণ: স্রবন্তী বন্দ্যোপাধ্যায়।)