এ বছর দেবলীনা কুমারের জীবনে পুজো খুব স্পেশাল। তাঁর তিনটে ছবি 'গোত্র',' বুদ্ধুভুতুম' আর 'সামসারা' মানুষের ভাল লেগেছে। তাই আনন্দ একটু বেশিই।
এ বছরের শেষে মুক্তি পেতে চলা একটা বাইল্যাঙ্গুয়াল প্রোজেক্ট নিয়েও ব্যস্ততা রয়েছে। বাংলা ও ওড়িয়া ভাষার এই কাজ নিয়ে উত্তেজিত দেবলীনাও।
তবে পুজোয় নাকি কাজে দাঁড়ি। আড্ডা আর মজা শুরু। থাকছে না কোনও ডায়েটের প্রশ্নও। বরং নিয়ম ভাঙ্গার হিসেবই পুজোর ক’দিন দেবলীনার মূল মন্ত্র।
জানালেন, পুজোয় গৌরবের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। বন্ধুরাও থাকবেন। আর কী থাকবে জানেন? ফুচকা!
টলিপাড়ায় তাঁর অভিনয় ও সুব্যবহারের সুনামও রয়েছে প্রচুর। ঠান্ডা মাথায় আর পেশাদারী আচরণে তিনি মন জয় করেন সকলের।
পারিবারিক সূত্রে দেবলীনা হলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের কন্যা।তবে বাবা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দেবলীনার সেদিকে আগ্রহ নেই। বরং আপাতত অভিনয় ও মডেলিংয়ের কেরিয়ারকেই পাখির চোখ করেছেন তিনি।
অভিনয়ে আসার আগে দেবলীনা মডেলিং করেছেন বহু দিন। পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তাঁর বেশ সুনাম রয়েছে। অভিনয়ের কাজে তার এই গুণগুলি কাজে আসছে।
টলিপাড়া সূত্রের খবর, অভিনয় জগতে পা রাখার বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে তাঁর বাবা ও মা দেবযানী কুমারের। (ছবি সৌজন্য: নীলোৎপল দাস।)