কে বলেছে পুজোয় নজর কাড়া সাজ পেতে প্রচুর খরচ? @84bongully-র রোশনি সেন আপনাদের জন্য গড়িয়াহাট এবং দক্ষিণাপনের শাখায় কিছু অভিনব শাড়ি এনে হাজির করেছেন।
কুর্তির সঙ্গে সিল্ক শাড়ি: গড়িয়াহাটের বিপুল সিল্ক শাড়ির সম্ভার থেকে বেছে নিন একটি পাটলিপাল্লু। কিন্তু সাজটি হবে ব্যতিক্রমী— সাধারণ ব্লাউজ ছেড়ে পরুন একটি সাদা চিকনের কুর্তি, এবং শাড়িটি পরুন সামনে আঁচল দিয়ে।
গোলাপি ঢাকাই জামদানি: এই পুজোয় গড়িয়াহাটের ট্রেন্ড হল নরম ঢাকাই জামদানি, যা পরতে, সামলাতে কোনও অসুবিধা হবে না। গাঢ় নীল ব্রোকেডের ব্লাউজ, কানে সোনার চাঁদবালি আর মাথায় একটি সাদা গোলাপেই সাজ হবে নজরকাড়া।
সোনালি জারদৌসি: গড়িয়াহাটের শাখায় মেলা এই জারদৌসিটি স্টাইল করুন একটু অন্য ভাবে। শাড়িটির চাকচিক্যের ভারসাম্য রাখতে বেছে নিন একটি আধুনিক ফ্রিল ব্র্যালেট। কানে পড়ুন সাদা স্টোন বা হীরে, এবং ঠোঁটে নুড শেডের লিপস্টিক।
কাঁথা স্টিচ শাড়ি: কাঁথার কাজ বাংলার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। গড়িয়াহাটের এই ঘিয়ে রঙের কাঁথার কাজ করা শাড়িটি স্টাইল করুন নতুন ছকে। সামঞ্জস্য রেখে বেছে নিন একটি সাধারণ ব্লাউজ, সঙ্গে পড়ুন একটি কুন্দনের সেট আর মাথায় বড় লাল টিপ।
গরদ: সিঁদুর খেলা মানেই গরদের শাড়ি। গড়িয়াহাটের শাখায় মেলা এই সাদা-লাল গরদটি পড়ুন লাল হল্টার একটি টপের সঙ্গে। কানে পড়ুন সোনার বালি, হাতে সোনার বালা এবং মাথায় একটা বড় লাল গোলাপ।
নীল খেশ: খেশ এক রকম সুতোর কাজ, যা শান্তিনিকেতনের বৈশিষ্ট। এ বার পুজোয় নিজের পছন্দ মতো একটি খেশ শাড়ি বেছে নিন দক্ষিণাপন থেকে। একটি 'কন্ট্রাস্টিং ব্র্যালেট বেছে নিন ব্লাউজের পরিবর্তে। তার উপর একটি মানানসই শার্ট পরে নিন জ্যাকেট হিসেবে। মনে রাখবেন শাড়ির আঁচলের ভাঁজগুলি যেন শার্টটির উপরে পরে।
হলুদ বাঁধনি শাড়ি: আমরা অনেকেই সপ্তমী পর্যন্ত অফিস করে থাকি। তাই অফিস-টু প্যান্ডেল লুকেই চমক দিন। দক্ষিণাপন থেকে বেছে নিন একটি বাঁধনি শাড়ি, সঙ্গে পরুন গুজরাটি স্টিচের একটি বোট নেক ব্লাউস। শাড়ির আঁচলের উপর পরুন একটি বেল্ট, তাতেই আপনি তৈরি।
লিনেন শা়ড়ি: পুজোয় যদি কোনও দিন একটি হালকা লুক পেতে চান, তবে দক্ষিণাপণের এই ধূসর লিনেন শাড়িটি পরতে পারেন। সঙ্গে হালকা মানানসই গয়না, মাথায় অল্প ফুল আর হাতে আপনার প্রিয় রিস্টওয়াচ।
শিবোরি সিল্ক: শিবোরি একটি জাপানি ডায়িং পদ্ধতি। এটি গতানুগতিক ‘টাই-ডাই প্রিন্টার থেকে একটু আলাদা। দক্ষিণাপনের বুটিকগুলিতে পেয়ে যাবেন এমন একটি চোখ ধাঁধানো শিবোরি সিল্ক শাড়ি। সঙ্গে পড়ুন বেনারসি সিল্ক ব্লাউজ আর একজোড়া স্টেটমেন্ট কানের দুল।
মারাঠা কটন-সিল্ক: এই পুজোয় একটা অন্য রূপ চান, তবে বেছে নিন এমন একটি মারাঠি কটন সিল্ক। কোনও নুডল স্ট্র্যাপ পরুন টপ ব্লাউজের পরিবর্তে। মেক আপ রাখুন খুব সাধারণ। (লোকেশন: রেডব্রিক রেসিডেন্সি, ছবি: প্রতীক মণ্ডল, সুপ্রিয় সরকার)