Tollywood Celebrities Jagaddhatri Puja

দেবীকে মাছভোগ অঞ্জনার, ২০তম বর্ষে দেবলীনার পুজো! টলিপাড়া মাতল জগদ্ধাত্রী বন্দনায়

দেবলীনা কুমার থেকে শুরু করে ইন্দ্রাণী দত্ত, কার বাড়িতে কেমন হল দেবীর আরাধনা? আনন্দবাজার অনলাইনের পাতায় রইল সবটাই।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২১:২৯
Share:

নবমীর সকাল থেকেই জোর তোড়জোড় শুরু, টলিপাড়া মেতেছে জগদ্ধাত্রী বন্দনায়। দেবলীনা কুমার থেকে শুরু করে ইন্দ্রাণী দত্ত, কার বাড়িতে কেমন হল দেবীর আরাধনা? আনন্দবাজার অনলাইনের পাতায় রইল সবটাই।

Advertisement

টানা চোখের প্রতিমার অপরূপ সাজ। নবমীর সকাল থেকেই মহা ধুমধাম! নিষ্ঠাভরেই দেবীর পুজোর সবটা সামলেছেন অভিনেত্রী অঞ্জনা বসু।

শুধু দেবীর সাজ নয়, পরিবারের সকলের সাজই নজরকাড়া। পুজোর দিনে একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে একই রকম শাড়ি পরেছেন বাড়ির মহিলারা। পুরুষদের পোশাকেও রংমিলন্তি!

Advertisement

দেবীর ভোগেও রয়েছে বেশ চমক। নবমীতে দেবীকে পরিবেশন করা হয় মাছ-ভোগ। সাদা ভাত, নয় রকমের ভাজা থেকে শুরু করে মুগের ডাল, ভেটকি মাছ। আরও কত কী!

সকাল থেকেই শঙ্খ-উলুধ্বনি অভিনেত্রী রূপসা চক্রবর্তীর বাড়িতেও। চলছে জগদ্ধাত্রী বন্দনা। দ্বিতীয় বার গৃহে দেবীর প্রবেশ, এ বার পুজোর দ্বিতীয় বর্ষ। এ দিন স্বামী এবং সন্তানের সঙ্গে রংমিলন্তি সবুজ পোশাকে ধরা দিয়েছেন রূপসা।

দেবীর ভোগেও হরেক রকম পদের আয়োজন। খিচুড়ি, পোলাও থেকে শুরু করে বরফি, পায়েস– সব মিলিয়েই এলাহি আয়োজন!

আগেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে পুজোর প্রস্তুতি ভাগ করে নিয়েছিলেন দেবলীনা কুমার। চলতি বছর ২০তম বছরে পদার্পণ বাড়ির পুজোর।

বাড়ির পুজোয় বরাবরের মতো নজরকাড়া মা-মেয়ের যুগলবন্দি। জগদ্ধাত্রী পুজো সারলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত এবং রাজনন্দিনী পাল।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement