অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়
প্যাট প্যাট করে আওয়াজ করে রাস্তা দিয়ে যেতাম, পুজো এলেই যা মিস করি!- লিখলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়
আমার ছোটবেলা কেটেছে বরানগরে। শহর কলকাতার পুজোর জাঁকজমক তাই অতটা স্পর্শ করেনি।ছোটবেলার পুজোটাকে খুব মিস করি। আর যেটা সবথেকে বেশি মিস করি প্যাট প্যাট করে আওয়াজ করে স্টিলের ক্যাপ বন্দুক ফাটানো। ক্যাপ বন্দুক ছাড়াও একটা টিপ ক্যাপ দিয়ে লাগানো হত বন্দুক - সেসব খুবই মিস করি।
পরিচালনায় আসার পর এবং অভিনয় জগতে প্রবেশের পর পূজো অনেকটাই পাল্টে গেছে আমার কাছে। এখন পুজো বলতে বুঝি পুজোয় মুক্তি পাওয়া সিনেমার কথা। এবছর আমার অভিনীত এবং পরিচালিত "বহুরূপী" মুক্তি পাচ্ছে পুজোতে। অনেকদিন। এছাড়া আমার দিদিরা আসবে পুজোতে বাড়িতে। তাই পরিবার পরিজন আত্মীয় বন্ধুবান্ধব খাওয়া-দাওয়া এই নিয়ে বাড়িতেই পুজো কাটাতে চাই
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।