দুর্গাপুজো, কালীপুজোর পরে এ বার ছটপুজোর প্রস্তুতিতে ব্যস্ত হিন্দু ধর্মাবলম্বীরা। ছটপুজোর প্রসঙ্গেই উঠে আসে বিহারের নাম। সেখানকার সংস্কৃতি, আদবকায়দায় বৈচিত্র থাকলেও সব কিছু নির্বিশেষে যে কোনও উদযাপনে একসঙ্গে সামিল হন সেখানকার মানুষ। বিহারের প্রেক্ষাপটে একাধিক ছবি নির্মিত হয়েছে বলিউডে। কিন্তু জানেন কি, মুম্বইয়ের ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে এসেছেন এমনও বহু তারকা, যাঁদের শিকড় জড়িয়ে রয়েছে বিহারের সঙ্গে?
পঙ্কজ ত্রিপাঠী- কখনও তিনি দর্শকদের কাছে ‘কালিন ভাইয়া’ আবার কখনও ‘ওয়াসেপুর’-এর ‘সুলতান কুরেশি’। বিগত কয়েক বছরে বলিউডে বেশ পসার জমিয়ে ফেলেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। বিহারের একটি ছোট্ট গ্রামে বেড়ে ওঠা পঙ্কজ কি কখনও ভেবেছিলেন এক সময়ে এক ডাকে তাঁকে চিনবে বলিউড?
অলোক নাথ- বলিউডের ‘সংস্কারি’ অভিনেতা অলোক নাথকে চেনেন না, নব্বয়ের দশকে এমন সিনেপ্রেমী খুঁজে পাওয়া ভার ছিল। অভিনেতা নিজেও জন্মসূত্রে বিহারের আদি বাসিন্দা। জন্ম খাগারিয়া জেলায়।
সুশান্ত সিংহ রাজপুত- মৃত্যুর ৪ বছর পেরিয়েও আজও অনুরাগীদের মনে অমর হয়ে রয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। অভিনেতার জন্ম পটনায়। উচ্চশিক্ষার জন্য চলে যান দিল্লিতে।
সঞ্জয় মিশ্র- বিহারের দ্বারভাঙা জেলার একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন অভিনেতা সঞ্জয় মিশ্র।
শত্রুঘ্ন সিনহা- বলিউডের এক সময়কার নামজাদা অভিনেতা, বর্তমানে গোল দিচ্ছেন রাজনীতির ময়দানেও। অভিনেতার জন্ম পটনায়।
নেহা শর্মা- বলিউডের লাস্যময়ী অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই থাকবেন নেহা শর্মা। কিন্তু জানেন কি, অভিনেত্রী জন্মসূত্রে বিহারের মানুষ?
মনোজ বাজপেয়ী- ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের মধ্যে চোখ বুজে নেওয়া যায় মনোজ বাজপেয়ীর নাম। বিহারে তাঁর ৫ ভাই-বোনের সঙ্গে বেড়ে উঠেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।