উবের নয়, হলুদ ট্যাক্সিই পছন্দ মিতালীর। অগত্যা ধুতি সামলে লাল্টুবাবু খুঁজে আনলেন সেটাই। গদগদ মুখে ট্যাক্সির দরজা খুলে ধরলেন। সঙ্গে বিখ্যাত সেই সংলাপ, “মে আই?” এবং ছদ্মরাগে মিতালীরও মিষ্টি উত্তর, “মরণ”
শাড়ি কিনতে ষুগলে ‘কনিষ্ক’তে। লাল-সাদা সিল্কে চওড়া বেনারসি পাড়ের শাড়ি খুব পছন্দ মিতালীর। দাম দেখে বিপাকে লাল্টুবাবু। মান-অভিমানের পালা চলল কিছু ক্ষণ।
শাড়ির তাক ঘেঁটে লাল্টু বাবু বার করে আনলেন নীল মন্দির পাড়ের দুধে আলতা রং শাড়ি। মুখে চওড়া হাসি! এ দিকে পছন্দের শাড়ি না পেয়ে মন খারাপ মিতালীর।
মিতালীর নতুন বায়না, তাঁর পছন্দের পঞ্জাবি পরতে হবে পুজোয়। হলুদ তসর সিল্কের জ্যাকেট পাঞ্জাবি নিয়ে চলল টানাটানি। এখানেও দাম দেখে বেঁকে বসেছেন লাল্টুবাবু। মিতালীও নাছোড়বান্দা।
শপিং শেষ। চা খাওয়া যাক। কলকাতায় এখন কত ক্যাফে! বাড়ির কাজের চাপ, বাচ্চাকে দেখা, তার উপরে সিরিয়ালের টাইমও তো মিস করা যায় না! তাই ক্যাফেতে যাওয়ার সময় পাননি মিতালী।
শপিং শেষে ক্যাফেতে জমিয়ে ক্যাপুচিনো খাওয়ার ইচ্ছা বহু দিনের। সেটা পূরণ করতেই হবে এ বার। ক্যাফের দিকে পা বাড়াতেই চোখে পড়ল দু’ ভাঁড় চা হতে হাসিমুখে দাঁড়িয়ে লাল্টু বাবু।
ক্যাপুচিনোর বড্ড দাম। তার থেকে দেশের ভাঁড়ের চা অনেক ভাল। ভাবখানা এমনই । মিতালী তত ক্ষণে রেগে আগুন।
মান-অভিমানের এই পালা কি মিটবে ‘হামি-২’-তে? যুগলে কী বলছেন?
যুগলে তো বলছেন ‘‘ ছেড়ে যাবে সব দুঃখ, কষ্ট, গ্লানি, ফ্লু, কারণ ডিসেম্বরে লাল্টু মিতালী নিয়ে আসছে ‘হামি-২’"। অপেক্ষায় আমরা।
মডেল: শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী শাড়ি: কনিষ্ক, সংস্কৃতি শিবপ্রসাদের পোশাক ও স্টাইলিং: অনুপম চট্টোপাধ্যায় রূপটান: বাবুসোনা কেশসজ্জা: গিনি ছবি: সহেলী দাস মুখোপাধ্যায় স্থান: কনিষ্ক ভাবনা ও পরিকল্পনা: শ্যামশ্রী সাহা