Bollywood Celebrities Bhai Dooj

দাদাকে ফোঁটা শিল্পা-কন্যার, উদ্‌যাপনে শামিল ‘ড্রিমগার্ল’ও, কেমন কাটল বলিতারকাদের ‘ভাইদুজ’

বাঙালিদের কাছে যা ‘ভ্রাতৃদ্বিতীয়া’, বলি তারকাদের কাছে সেটাই ‘ভাইদুজ’। পার্থক্য কেবল নামে, কিন্তু উৎসবের আমেজে কোনও ভাটা নেই।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ২২:০০
Share:
০১ ১০

বাঙালিদের কাছে যা ‘ভ্রাতৃদ্বিতীয়া’, বলি তারকাদের কাছে সেটাই ‘ভাইদুজ’। পার্থক্য কেবল নামে, কিন্তু উৎসবের আমেজে কোনও ভাটা নেই।

০২ ১০

দুই ক্ষেত্রেই চলেছে সমান ভাবে উদযাপন। বলি তারকাদের কেমন কাটল ফোঁটাপর্ব? আনন্দবাজার অনলাইনের পাতায় রইল সবটাই।

Advertisement
০৩ ১০

ভাইফোঁটায় নিজের শহরে নেই ‘ড্রিমগার্ল’। চেন্নাইয়ে ভাই কন্ননের কপালে ফোঁটা ছোঁয়াতে গেলেন অভিনেত্রী হেমা মালিনী। ছবি পোস্ট করে লিখলেন, ‘আমার দীর্ঘ দিনের সঙ্গী, আমার স্নেহের ভাই কন্ননের সঙ্গে ভাইফোঁটা উদযাপন করছি চেন্নাইতে।’

০৪ ১০

ভাই-বোনের সম্পর্কে ঝগড়াঝাঁটি, খুনসুটি তো থাকবেই। কিন্তু ভাই মোহন যাদবের জন্য স্নেহ এবং ভালবাসারও কমতি নেই শ্বেতা তিওয়ারীর। ভাইফোঁটায় ভাইয়ের সঙ্গে আদুরে ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

০৫ ১০

প্রতি বছরই ভাইফোঁটা এবং রাখি বন্ধন উৎসবের দিনে স্বনামধন্য গায়িকার সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক। এ বছরও তার অন্যথা হল না। রবিবার ফোঁটা নিলেন আশা ভোঁসলের থেকে। ভাইতুল্য বিধায়ককে পরম স্নেহে আশীর্বাদও করলেন প্রবীণ সঙ্গীতশিল্পী।

০৬ ১০

দুই খুদের ভাইফোঁটা। উদযাপনে সামিল শিল্পা শেট্টির দুই সন্তান। দাদা বিয়ানকে ভাইফোঁটা দিল অভিনেত্রীর ছোট কন্যা।

০৭ ১০

যেন সত্যিই তিনি ‘কুইন’! ফোঁটা পেয়েই পা ছুঁয়ে প্রণাম! হাসিমুখে ভাইদের আশীর্বাদও করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভাই অক্ষত এবং করণকে হাসিমুখে মিষ্টিও খাওয়াতে দেখা গেল কঙ্গনাকে।

০৮ ১০

ভাই-বোনদের সঙ্গে জমজমাট অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়ের ভাইফোঁটার পর্ব। ল্যাভেন্ডার রঙা উজ্জ্বল শাড়িতে তিনিও হয়ে উঠেছিলেন অপরূপা।

০৯ ১০

‘জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক’! ভাইফোঁটায় স্নেহের ভাইদের জন্য বার্তা দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

১০ ১০

দিদি ঋদ্ধিমা কপূরের সঙ্গে রণবীর কপূরের যুগলবন্দি বরাবরই প্রিয় অনুরাগীদের কাছে। ভ্রাতৃদ্বিতীয়ার দিনে সমাজমাধ্যমে ভাইয়ের জন্য আদুরে বার্তা দিলেন ঋদ্ধিমা। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement