ananda utsav 2022

ভাইফোঁটার দিনটা আমার বোনের জন্য, সকাল থেকে রাত কাটবে ওর সঙ্গেই

ভাইফোঁটার দিন সকাল থেকে রাত পর্যন্ত কোনও কাজ রাখেননি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সময় কাটাবেন বোনের সঙ্গে। থাকবে ফুচকা, আইসক্রিমও।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৯:১৭
Share:

ছবি- সংগৃহীত

ভাইফোঁটা আমার কাছে খুব স্পেশ্যাল। যেখানেই থাকি, বোনের কাছ থেকে ফোঁটা আমি নেবই! ঠাকুমা মারা গিয়েছেন, তাই এ বছর বড় করে কিছু হচ্ছে না। তবে ভাইফোঁটার দিনে কোনও প্ল্যান থাকবে না, তা তো হয় না। আমার বোনের ইচ্ছা মতোই সারা দিন সাজানো থাকে। ও-ই ঠিক করে সব কিছু, আমি শুধু ওর প্ল্যান মতো চলি। সকালে আমার একটাই কাজ, একটু ওয়ার্কআউট করব। তার পরে আর কোনও কাজ রাখিনি। এ বছর লাঞ্চ কোথায় করব, এখনও জানি না। বাড়িতে না হলে বোনের পছন্দ মতো কোনও রেস্তরাঁয় যাব। বাড়ির সবাইকে নিয়ে সিনেমা দেখারও ইচ্ছে আছে।

Advertisement

আমার বোন খেতে খুব ভালবাসে। ওর চাওয়াগুলো খুব ছোট ছোট। আইসক্রিম, ফুচকা- এগুলোই থাকে ওর বায়নার লিস্টে। খুচরো দাবি থাকে কিছু। আগামী কাল দুপুর থেকে রাত পর্যন্ত সময় রেখেছি ওর সেই আবদারগুলো মেটাব বলে। আগে থেকে কোনও উপহার কিনে রাখি না। বোনকে সঙ্গে নিয়েই ওর পছন্দ মতো উপহার কিনে দিই। তবে বোন আমাকে অনেক বেশি গিফট দেয়। প্রতি বার গিফটগুলো যখন খুলি, মনে হয়- আরে, এগুলোই তো আমার দরকার ছিল! আমার কী প্রয়োজন, সব কিছুই ওর খেয়াল থাকে। যত দিন যাচ্ছে, ও আমার বোন নয়, মা হয়ে উঠছে।

প্রতি বছর ভাইফোঁটার দিনটার জন্য অপেক্ষা করে থাকি। বোন যেমন আমার ভালর জন্য প্রার্থনা করে , আমিও বোনের জন্য একটাই প্রার্থনা করি, ও যেন সারা জীবন সুখে-শান্তিতে থাকে, ভাল থাকে। এর বেশি আর কিচ্ছু চাই না আমি।

Advertisement

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement