মনখারাপের বছর কাটিয়ে কলকাতায় ভাই, নজরকাড়া আয়োজনে ফোঁটা দিলেন ঋদ্ধিমা!

তবে চলতি বছরে দিন কয়েকের জন্য দাদা ফিরেছেন শহরে। ভাই-বোনের খুনসুটি-আবদারে আবারও ভরে উঠেছে ঘোষবাড়ির অন্দর!

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৮:৪৬
Share:

দু’জন থাকেন দুই শহরে। তবে কিলোমিটারের খাতায় দূরত্ব যতই থাকুক, তাঁদের স্নেহের সম্পর্কের মাঝে তা বেড়া তুলতে পারেনি কখনওই! পর্দায় ‘সত্যবতী’, ঋদ্ধিমা ঘোষের কথাই হচ্ছে আর কি! তাঁর দাদা বাইরে থাকেন, তাই গত কয়েক বছর ধরেই ভাইফোঁটা পর্ব চলছে ভিডিয়ো কলের ভরসাতেই!

Advertisement

তবে চলতি বছরে দিন কয়েকের জন্য দাদা ফিরেছেন শহরে। ভাই-বোনের খুনসুটি-আবদারে আবারও ভরে উঠেছে ঘোষবাড়ির অন্দর! তা হলে এত দিন ভাইফোঁটায় নিশ্চয়ই খুব মন খারাপ করত দাদার জন্য?

ঋদ্ধিমা জানালেন, এত দিন ভাইফোঁটা দিতেন ট্যাবেই! কোনও ভাবেই এই দিনটার সুযোগ হাতছাড়া করতেন না ভাই বা বোন কেউই।

Advertisement

এই বছর তাঁদের ভাইফোঁটার পর্ব ছিল সাউথ সিটির বাড়িতেই। ট্যাব ছেড়ে অবশেষে সামনাসামনি। প্রতি বারের মতোই প্রতিপদের দিনে ভাইফোঁটা হয় তাঁদের। দাদার উপস্থিতিতে উজ্জ্বল ঋদ্ধিমা আনন্দবাজার অনলাইনের কাছে তাই ধরা দিয়েছেন সম্পূর্ণ অন্য মেজাজে। খাওয়াদাওয়া ও অনেক জমানো গল্পের ঝুড়ি নিয়ে ভালই কেটেছে তাঁর ভাইফোঁটার আয়োজন।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement