বিদেশের মাটিতে বাঙালির পুজো অনেক দিন ধরেই ধুমধাম করে হচ্ছে। সেই তালিকায় লন্ডনের বরো অফ ইলিনের পুজোও পড়ে। দেখতে দেখতে পনেরো বছর হয়ে গেল এই পুজোর। এই বছর পুজোর নাম দেওয়া হয়েছে ‘পঞ্চদশীর নবোদয়’। এটিই পুজোর ভাবনা বা থিম।
২০০৯ সালে এখানে পুজো শুরু হয়। কুমারটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে। প্রতিমা তৈরি করেছেন পিতা-পুত্র অমরনাথ ঘোষ ও কৌশিক ঘোষ। চার দিন ধরে পুজো হয় এখানে। এখানে পুজোর পুরোহিত হবেন পঞ্চজন্য ঘটক।
পুজোর সঙ্গে জড়িত সদস্যরা দু’দিনের অফিসের ছুটি নিয়ে থাকেন। বাচ্চাদের ছুটিও সেই হিসেব অনুযায়ী নেওয়া হয়। তবে এ বার পুজোয় স্কুলে অর্ধ-মেয়াদের ছুটি পড়েছে।
পুজোর সব নিয়ম মেনে এখানে পুজো করা হয়। পুজোর সময় নিয়মের যেমন ফাঁকি থাকে না, তেমন ভাবেই দশমীর দিন সিঁদুর খেলাও বাদ যায় না।
দেবী মূর্তির প্রতীকী বির্সজন করে পরের বছরের জন্য তা সংরক্ষণ করে রাখা হয়। পুজোর চার দিন বাংলার বাসিন্দাদের মতোই ইংরেজ মাটিতে চুটিয়ে মজা করে এই পুজো কমিটি। বিভিন্ন সাংকৃতিক অনুষ্ঠান করা হয়। বাচ্চা থেকে বুড়ো সকলের অংশগ্রহণ থাকে সেখানে
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।