ছবি: সংগৃহীত
দক্ষিণী হল ক্যালিফোর্নিয়ার বাঙালি অ্যাসোসিয়েশন, এটি একটি অলাভজনক সংস্থা, যা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাঙালি সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য কাজ করে চলেছে। এই বছর, দক্ষিণী ১১ থেকে ১৩ অক্টোবর, তিন দিনের দুর্গাপুজো পালন করা হয়েছে।
এই বছর এই উৎসবে ১০০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। এক অত্যন্ত সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছিল সঙ্গে ছিল মায়ের ভোগের আয়োজনও। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছিল পুজোর প্রতিটি দিন। সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয় এই পুজো, যাঁরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি আয়োজন করেছেন।
উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিল রিচা শর্মা এবং তার ব্যান্ডের অনবদ্য পারফরম্যান্স। রিচার ব্যান্ডটি শ্রোতাদের নানা বাংলা গানে মুগ্ধ করেছিল। সঙ্গে ছিল তিলোত্তমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
দক্ষিণী বাঙালি সংস্কৃতি প্রচার এবং নানা গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই দুর্গাপুজো তাদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রমাণ।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।