পশ্চিমবঙ্গ থেকে ৩৮০০ কিমি দূরে মরুরদেশ সৌদি আরব এর ছোট্ট একটি দ্বীপ বাহারিন-এর মানামা শহরের শ্রীনাথজি টেম্পল-এ মহা সমারোহে দুর্গা পুজো হয়। এই পুজোর এই বছর রজত জয়ন্তী বর্ষ। শুরুতে ছোট করে হলেও কিছু লোকের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুজো আজ এক বিশাল কর্মযজ্ঞে রুপান্তরিত হয়েছে। শুধু বাঙালিরাই নয়, কর্মসূত্রে আসা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ও তাঁদের পরিবারের সদস্যরা এই পুজোতে সমান উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যোগদান করেন এবং এই পুজোকে আক্ষরিক অর্থে সার্বজনীন করে তোলেন। পাঁচ দিনের এই পুজোয় ঢাক ঢোল, অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজো, প্রতিদিন দুবেলা ভোগ বিতরণ, ধুনুচি নাচ ও দশমীর সিঁদুর খেলার মধ্যে দিয়ে সুসম্পর্ক হওয়া ছাড়াও ২৫ বছর উপলক্ষে এবার থাকছে আরও কিছু বিশেষ আকর্ষণ….তাই দেশের থেকে দূরে থেকেও আমরা সমান ভাবে উপভোগ করছি পুজোর আনন্দ আয়োজন।