Durga Puja Outside Kolkata

পাঁচ দিনের পুজো বোহেমিয়ায়

বোহেমিয়ান প্রাহায় বছর তিনেক আগে দুর্গাপুজোর শুরু করেছিলেন পাপিয়া দাস বাউল৷

Advertisement

অমিত নাগ

বোহেমিয়া, চেকোস্লোভাকিয়া শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১১:২৫
Share:

বোহেমিয়ানিজমের শুরু যেখান থেকে সেই বোহেমিয়ান প্রাহায় বছর তিনেক আগে দুর্গাপুজোর শুরু করেছিলেন পাপিয়া দাস বাউল৷ শিল্পীর দাবি, চেক প্রজাতন্ত্রে সেটাই প্রথম সর্বজনীন দুর্গাপুজো৷ পাপিয়া গানের বাউল গানের জন্য বিখ্যাত৷

Advertisement

সম্প্রতি ‘কসমিক সেক্স’ তাঁর অভিনয়ও নজর কেড়েছে অনেকের৷ চেক টিভি ইতিমধ্যেই তাঁর উপর একটি ছোট চলচ্চিত্র তৈরি করেছে এবং আর একটি, ‘তন্ত্র’ তৈরি হচ্ছে৷

এ পুজোর আর এক বিশেষত্ব, এর পুরোহিত মহিলা, পাপিয়ার মা মা শুক্লা ঘোষাল৷ এ বছর, চেক প্রজাতন্ত্রে প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রদূত, নারিন্দর চৌহান থাকছেন এ পুজোয়৷ পনেরো থেকে উনিশ পাঁচ দিনের পুজোয় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিশেষ আরতি, জানালেন পাপিয়া৷

Advertisement

আরও পড়ুন: পুজো আসছে, বলে দেয় বেগুনি জাকারান্ডার দল​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement